গোলক ধাধায় জর্জরিত জাতি =========================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ আগস্ট, ২০১৫, ০৬:২৯:২৩ সন্ধ্যা

দেশের সাধারন মানুষ আজ গোলক ধাধার মধ্যে বাস করছে। ভাবতে পারছে না কোনটা আসল আর কোনটা গোলক ধাধা !!

একেবারে অজপাড়াগায়ের লোক কিন্তু এখনও সাধারন জীবন যাপনকেই বেশী পছন্দ করে। যেমন ধরুন তাদের সন্তানদেরকে শহরের কলেজে পাঠাইতে বলে বাবারে দেখ , তোকে নিয়ে স্পপ্ন হলো শিক্ষিত হবি চাকুরী করবি ভাল দেখে বিয়ে শাদি দিব সংসারিক হবি। কোন রাজনৈতিক নেতার পাল্লায় পড়ে নিজের জীবনকে শেষ করিস না এবং আমাদের আশাকে ও ঢংশ করিস না।

কিন্তু তাতে কি ভোট আসলে পর বাবা নিজেই গোলক ধাধায় পড়ে যায় কাকে খুশি করব ? বাবারে অশিক্ষিত মানুষ নিজের নাম লিখতে অনেক কষ্ট হয় অথচ রাজনৈতিক বড় বড় নেতারা যাদেরকে টেলিভিশনের পর্দায় সচারাচর দেখা যায় তারাও এসে হাত মিলায় কাংগালের মতো ভোট চায় তখন নিজে হিসাব মিলাতে পারেনা । গোলক ধাধার ভিতর পড়ে যায়।

আরো গোলক ধাধা আসে ভোটের দুএকদিন রাত্রে।

চাচাগো জীবনে তো অনেক ভোট দিয়েছেন কোন প্রার্থি কি পাশ করার পরেও আপনাদেরকে কিছু দিয়েছে ? না দেয়না । এখন নগদ কিছু পাওয়া যাচ্ছে এটা নিয়ে নেন এবং ভোটটা অমুক মার্কায় দিয়া দিয়েন ।

বেটা আরো গোলক ধাধায় পড়ে শেষ মেশ ভোট কেন্দ্রের কাছেই যায় না। পরে জানা যায় ওনার ভোটটি অন্য কেহ দিয়েছে।

গোলকধাধা

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333044
০১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরাও যে ধান্দায় আন্ধা!!
০১ আগস্ট ২০১৫ রাত ১০:৩২
275258
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
Good Luck Good Luck
333069
০১ আগস্ট ২০১৫ রাত ১০:৩০
রক্তলাল লিখেছেন : দেশ না যেন রঙ্গ মঞ্চ।

স্বাধীনতা, দেশ মাটি মানুষের প্রতি সামান্যতম সন্মানবোধ থাকলে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে এরকম ছেলেখেলা বানাত না।
০১ আগস্ট ২০১৫ রাত ১০:৩৩
275259
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
ধন্যবাদ
333122
০২ আগস্ট ২০১৫ সকাল ১১:০৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমরা সেই দেশের মানুষ:
নির্বাচনের আগে ১৫ দিন যাবৎ যার পক্ষে কথা বলা হয়েছে, নির্বাচনের দিন সকালে কেন্দ্রে গিয়ে দেখা যায় বাতাশ অন্য দিকে! তখনই চিন্তা ১৫ দিন একজনের পক্ষে কথা বললেও বাতাশ বিপরীত মুখী। তাহলে আমার ভোট টা তো পঁচে যাবে। সুতরাং দশ জন যে দিকে আমিও সেদিকে। ভোট পচে যাবার ভয়ে যাকে পছন্দ ছিলনা তাকেই ভোট দিয়ে আসা হয়। অর্থাৎ মানুষের মাঝে সত্য-মিথ্যা যাচাই করা এবং সত্যের পক্ষে দৃঢ় থাকার মানুষ এখনও খুবই নগন্য। অনেক ধন্যবাদ
০২ আগস্ট ২০১৫ সকাল ১১:১৬
275302
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File