সাংবাদিক ও ক্যামেরার সামনে বিএনপি নেতারা ব্যাকরণ মেনে কথা বলছেন {}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩১ জুলাই, ২০১৫, ১২:৪২:৪৯ রাত



বিএনপির কেন্দ্রীয় নেতাদের গরু-ছাগলের মতো খোয়াড়ে ঢুকায় আর বেড় করছে অবৈধ আওয়ামীলীগ সরকার । বিএনপি কোনো কর্মসুচী দিচ্ছে না , বিএনপিপন্থী আইনজীবীরা শর্ত সাপেক্ষে মুচলেকা দিয়ে নেতাদের জামিন নিচ্ছে ।। মামলা আর মামলা দিয়ে বিএনপি নেতাদের পঙ্গু করে দিচ্ছে অবৈধ সরকার

কিন্তু জেলের বাহিরে থাকা নেতারা নিরব , সাংবাদিক ও ক্যামেরার সামনে বিএনপি নেতারা ব্যাকরণ মেনে কথা বলছেন , যদি ভুল হয়ে যায় তাহলে সালাউদ্দিন আহমেদের মতো পরিণতি হতে পারে ।

বিএনপির রাজনৈতিক ব্যর্থতা জনগণ মেনে নিতে পারছে না , জনগণ বিএনপির উপর হতাশ ।

কর্মীহীন রাজনৈতিক দল সফল হতে পারে না ।

জামায়াতে ইসলামীর আছে লক্ষ লক্ষ নিবেদিত কর্মী যারা আওয়ামীলীগ পতনে জীবন বাজী রেখে লড়তে সংকল্পবদ্ধ । জনগণও জামায়াতকে বিশ্বাস করতে শুরু করেছে । তাই জামায়াত প্রধান রাজনৈতি দল হতে যাচ্ছে ।

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332787
৩১ জুলাই ২০১৫ রাত ০১:১১
শেখের পোলা লিখেছেন : অক্ষরে অক্ষরে একমত৷ কিন্তু উপযুক্ত নেতৃত্ব অবশ্যই আগে বিবেচ্যে৷ আমার দ্বারাই ইসলামী হকুমত হতেই হবে এমন নাও হতে পারে, তবে তাতে আমার আন্তরীক প্রচেষ্টা কি ছিল তার হিসাব হবেই হবে৷ ধন্যবাদ৷
৩১ জুলাই ২০১৫ দুপুর ১২:০৪
275061
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশআল্লাহ সেই সোনালি দিন আসবে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টাতে
আপনাকে ধন্যবাদ
332802
৩১ জুলাই ২০১৫ রাত ০২:৪৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ..
৩১ জুলাই ২০১৫ দুপুর ১২:০৫
275062
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
332832
৩১ জুলাই ২০১৫ সকাল ০৬:৩০
৩১ জুলাই ২০১৫ দুপুর ১২:০৫
275063
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Crying Crying Crying
332855
৩১ জুলাই ২০১৫ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন :
'তাই জামায়াত প্রধান রাজনৈতি দল হতে যাচ্ছে ''


০ পাগলের সুখ মনে মনে
৩১ জুলাই ২০১৫ দুপুর ১২:০৭
275064
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাই যারা আদর্শবাদি তারা কখনো পাগল হতে পারে না জেনে রাখবেন
আপনার আদর্শগত মতপার্থক্য আছে বা থাকবে সেটা ভিন্ন কথা কিন্তু ..
আপনি খেয়াল করলে দেখবেন দুনিয়াতে কোথাও আদর্শর অপমৃত্য হয় না
৩১ জুলাই ২০১৫ দুপুর ১২:১৪
275065
হতভাগা লিখেছেন : নিরপরাধ মুসলিম ভাইদের হত্যা করা এবং করতে সাহায্য করাও তো একটা আদর্শ , কি বলেন ?
৩১ জুলাই ২০১৫ দুপুর ১২:২২
275066
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাই সত্যি বলিছি এই গুলা জামায়াত শিবিরের কাজ না , এদেরকে কলুষিত করতে এদের আন্দলনের সময় ঘটানো হয়ে থাকে।
আপনি যদি সত্যি সত্যি উদার মন নিয়ে এদেরকে যাচাই করতে চান তবে শিবিরের বা জামায়াতের যেই কোন লোকের সাথে মিশেন মাত্র কয়েক দিনের জন্য দেখবেন আপনার সামনে সব পরিস্কার হবে
আসলে এরা অপরাধী না
আপনাকে ধন্যবাদ
৩১ জুলাই ২০১৫ দুপুর ০২:১৮
275076
হতভাগা লিখেছেন : ও... আচ্ছা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File