হিজড়ারাও তাদের অধিকারের জন্য চাদাবাজি করে কিন্তু এরা কি রাজনৈতিক হিজড়া !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ জুলাই, ২০১৫, ০৪:৩০:২২ বিকাল
অন্যায় ভাবে দুনিয়াতে শাষকগুষ্টিরা সবসময় মজলুমের উপর জুলুম করেছে। মজলুমরা বাদ্ধ হয়ে বরদাশত করেছে।
বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা গেছে শাষকরা যতই শক্তিশালী হোক না কেন তাাদের ভিতকে মজলুমরা নাড়া দিয়ে জানান দিয়েছে আমরা কিন্তু নিষ্প্রান জানোয়ার না।
যদিও শাষকদের সাথে শোষিতরা জিততে পারেনা কিন্তু শাষকরা আতংকিত থাকে।
আবার সেখানে কথা আছে , সেটা কিন্তু আদর্শ হতে হবে মনগড়া মতবাদের পিছে লালুচ দিয়ে অগ্রসর করা যায় কিন্তুু জান দেওয়ার মতো পরিস্থিতি আসলে কোন রকম সামনে আনা যাবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শতবাধা প্রতিকুলতার মধ্যেও জালেম সরকারকে জানান দিয়েছে তোমাদের অস্রের সামনে আমাদের মুকাবেলা করার শক্তি নাই বটে কিন্তু যেটা আছে সেটা তোমরা মুকাবেলা করতে পারবা না তার নাম আদর্শ।
প্রমান ও দিয়েছে জামায়াত ইসলামী উপজিলা নির্বাচনে ।
নির্বাচনের বাইরেও প্রমান দিয়েছে রমজানের ইফতার পার্টিতে । আরো জানান দিয়েছে কেন্দ্রিয় নেতাদের অন্যায় রায়ের পরে।
আদর্শ বাদিদের কথা হলো জন্মেছি যখন ভবে ,একদিন তো মরতেই হবে ।
গতকাল থেকে একটা জিনিস আশ্চার্যের সাথে লক্ষ করছি বিএনপির ব্যাপারে।
তাদের দলের একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ানকে প্রত্যক্ষ কোন সাক্ষি ছাড়াই ফাসি নাটকের রিএক্সল শুরু করেছে আর এরা সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে !!
ছিঃ বিএনপি তোমাদের মতো দল যেই ভাবে অন্যায়টাকে গ্রহন করলে তাতে সাধারন কর্মিরা হতাসই হবে বৈকি
বিষয়: রাজনীতি
১৫৭৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিএনপি রাজাকারদেরকে দলে ভেড়ানোর পাপের প্রায়শ্চিত্ত করতেছে ।
এখন থেকে ''বিএনপি রাজাকারদের দলে ভেড়ায়'' - এই অভিযোগ কমে আসবে ।
বাংলাদেশে সবাই কিন্তু রাজাকার কেউ ইন্ডিয়ান রাজাকার আবার কেউ পাকিস্থানি রাজাকার
কয়লার উপর যদি ভালমানের প্লাস্টিক ব্যাগ লাগাইয়া দেন তবে সেটা কয়লাবই থাকবে মনে রাখবেন
আবার ভাল মানের বাসমতি চাউল যতই পেয়াজের বস্তায় ভরেন না কেন তার দাম ও কিন্তু কমবে না
আওয়ামী , বাম ও প্রগতিশীলেরা তখন জামায়াতকে পিষে ফেলবে ।
একক ভাবে ময়দানকে আওয়ামিলীগের আতংক স্থান করে রেখেছে
তাই তো বলতে হয় জামায়াত একটা আদর্শিক দল , চাইলেই কেউ এটাকে ঢংশ করতে পারবে না আর বিএনপি !!!
দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের ?????
মনটা শক্ত হবে
ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
এটা চে গুয়েভারার দলও হতে পারে, মুক্তিবাহিনী কিংবা মাওবাদী হতে পারে।
মানুষ স্বভাবতই স্বাধিনচেতা। অন্যায় অবিচাট থাকলে প্রতিবাদ প্রতিরোধ দানা বাঁধবেই। একসময় রূপ নেয় অভু্যুথানে। সেটাও কাজে না আসলে প্রাকৃতিক নিয়মেই আসে আর্মস রেসিস্টেন্স।
ছোট্ট গাযা'র লোকজন ইসরায়েলীদের বিরুদ্ধে এখনো টিকে আছে।
আইয়ুব ইয়াহইয়ার পেছনে ছিল আমেরিকা। পারেনি টিকতে।
মুজিবের পিছনে ছিল ইন্ডিয়া রাশিয়া, পার পায়নি।
হাসিনার পেছনে যতই প্রণব, সোনিয়া থাকুক যেতে হবেই। এখনো যা আছে গোপনে বিরোধীদের সাথে নানা আঁতাতের চেষ্টা করেই আছে।
বাইরে হম্বি তম্বি করলেও গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিতরে ভিতরে এই খালেদা জিয়াকেই অনেক কিছু বুঝিয়ে সমঝোতার চেষ্টা করতেছে।
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন