ভোট না দেওয়ার প্রতিশোধ ! ! ! !========================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ জুলাই, ২০১৫, ১০:৩২:০৪ সকাল
হোটেলে খাব বিল দেব না , গাড়ীতে চড়বো ভাড়া দেব না , সিগারেট কিনব টাকা দেব না কিছু করার আছে ?
৫ই জানুয়ারী তোরা শালারা কেউ আমাদেরকে ভোট দিস নাই সেটা কি মনে আছে তোদের ?
কিন্তু তোরা শুয়েরের বাচ্ছারা ভোট না দিলেও কিন্তুু আমরা বসে ছিলাম না আমরা ঠিকই ভোট দিয়েছি ।
দশের লাঠি একের বোঝা এটা কি জানিস ? তোরা ভোট না দেওয়াতে আমাদেরকে তোদের ভোটগুলিও দিতে হয়েছে তাতে আমাদের বুঝি কষ্ট হয়নি !!
আমরা ভোট দিয়ে সরকার বানালাম আর আজকে আমরা স্বাধীনভাবে তোদের থেকে জিম্মি করে অর্থ আদায় করব না সেটা তোদেরকে তোদের কোন বাপ বলেছেরে !
বেয়াদবের বাচ্ছারা !
টাকা কাউকে দিব না দরকারী জিনিসপত্র দিবি । যদি না দিবি বলিস তবে তোদের জান দিবি !!
পুলিশের কাছে যাবি ওরা তোদের বাবা না যে তোদের কথা শুনবে।
লালমনির হাটে বাকিতে সিগারেট না পেয়ে দোকানিকে খুন করল ছাত্রলীগ নেতা।
বিনা টিকিটে ট্রেনে উঠলো , টিটি টিকিট চাওয়াতে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিল উত্তর বঙ্গ।
হোটেলে ৩/৪ জন মিলে খাওয়া দাওয়ার পর বয়কে বলল ক্যাশিয়ার থেকে টাকা নিয়ে সিগারেট আনতে । বাক বিতন্ডতার মধ্যে গোলাগুলিতে প্রান হারালো হোটেল বয়
এমন হাজার হাজার ঘটনা প্রতিদিন ঘটছে দেশব্যাপি।
প্রতিশোধ !!!
৫ই জানুয়ারীতে ভোট না দেওয়ার প্রতিশোধ নিচ্ছে সোনার ছেলেরা
বিষয়: রাজনীতি
১২৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন