<><><><><><><><><><><><><><><><><><><>স্মৃতির আড়ালে আজ হারিয়ে গেল সেই বঙ্গ ! ! পালতোলা নৌকা আর সাকো দিয়ে চলতো সমস্ত আনান্দ ফুর্তি এবং বেদনা <><><><><><><><><><><><><><><><><><><>
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৫ জুলাই, ২০১৫, ০৯:৩৬:০৬ রাত
স্মৃতিতে যদি ধারন করা হয় সেই হারিয়ে যাওয়া কথা তবে কি কেউ ডিজিটাল দুনিয়াকে আবার পিছনে ফেলবে কষ্মিন কালে? উত্তর হয়ে নিশ্চয় নয় ।
বিকাল হলে পাড়াগায়ের মেয়েরা একপায়ো বাশের সাকোর উপর দিয়ে এপাড়া ওপাড়া ঘুরে বেড়াতো গল্পগুজোব করতো ।
বিকালের অল্পতাপের সুর্য়ের আলোতো দেখা যেত কোন বাড়ীর বউ নাইউর যাচ্চে আবার কোন বাড়ীর মেয়ে স্বামীর বাড়ী থেকে নাইউর আসছে ।
ছোট খালের ভিতর দিয়ে মাঝি নৌকা চালিয়ে ঘরের পাশে ভিড়াচ্ছে আর বলছে আমাকে অনেক দুর যেতে হবে খুব তাড়াতাড়ি করেন অর্থাত রাত্র হলে সে চিপাচাপা খাল দিয়ে যেতে অনুবিধা হবে ।
শেওলায় ভরা খালের ভিতর দিয়ে যখন নৌকা চলতো তখন অন্য একজন নৌকার গুলিতে বসে কচুরিপানা সহ আগাছা দুদিকে ধাক্কা দিতো হতো।
পালতোলা নৌকায় করে মাঝিমাল্লারা দুর থেকে দুরান্তরে মালামাল আনানেওয়া করতো , সারারাত নৌকা চলতো গানে গানে খালপাড়ের লোকেরা সবসময় মুগ্ধ থাকতো ।
চাই না আর ফিরে যাই সেই স্মৃতিতে তবে মোনমুগ্ধকর সেই ইতিহাস
বিষয়: বিবিধ
১৭১৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন