বাবারে আমি তোর বউর সাথে ঝগড়া করি নাই-চিতকার দিয়েই মায়ের প্রানটা বের হয়ে গেল
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৫ জুলাই, ২০১৫, ১২:২৩:৫৪ রাত
প্রতিদিন জাবেদ তার মাকে লাঠি দিয়ে বেদম পিটায়। অনেক সময় মা ছেলের মার খেতে খেতে চকির তলে গিয়ে পালায়।
কিন্তু সেখানে ও মায়ের নিস্তার হয় না। এত নিষ্টুর সন্তান জাবেদ। জাবেদের বউ যেই কথা বলবে সেটা সত্য কথা আর পাড়া পড়শি যাহা বলবে বা মা যাহা বলবে সব মিথ্যে কথা।
মায়ের অপরাধ সে নাকি জাবেদের বউর সাথে খালি ঝগড়া করে। জাবেদ যেই বাড়ী থেকে বের হয় ওমনি নাকি বুড়ি বেচারী ছেলের বউর সাথে ঝগড়া করে।
অচথ আশপাশের লোকজন সবাই জাবেদের মাকে ভাল জানে, কারন সেই যৌবন কালে যখন এই দেশে বউ হয়ে এসেছিল তখন থেকে স্বামী মারা যাওয়া এবং এখন অবধি কাউর সাথে দু কথা হয়নি।
সেই মহিলাকে তারই পেটের সন্তান বউর কথাতে পিটায়। লোকজন ছিঃছিঃ করে জাবেদকে কিন্তু জাবেদ সুন্দরীর সামনে গেলে সব কিছু ভুলে যায়।
যাই হউক এলাকার ইমাম সাহেব একদিন ইচ্ছা করেই জাবেদকে ডেকে পাঠালেন কিছু উপদেশ দিবেন।
সেই মোতাবেক জাবেদকে বললেন তুমি আজ বাড়ী গিয়ে বউর কথাতে মাকে মারবা না তোমার বউ যতই তোমার মায়ের বিরুদ্ধে বলুক। মাকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করবা মা সত্যি করে বলো তো আসলে তুমি কি তোমার বউর সাথে অযথা ঝগড়া করো কিনা ! প্রয়োজনে পাড়া থেকে দুএকজনকে ডেকে আনবা।
জাবেদ ইমাম সাহেবের কথাতে রাজী হয়ে বাড়ীর দিকে রওয়ানা দিয়েছে। দুর থেকে যেই জাবেদের বউ দেখেছে সে বাড়ী আসতেছে ওমনি আবোল তাবোল বকতে লাগলো আর অঝোরে কাদতে লাগলো।
জাবেদকে না দেখার ভান করে বলতেছে আজকে বাড়ী আসুক তারপর হবে হয় ওর মা এই বাড়ী থাকবে নয়তো আমি থাকবো আর সৈহ্য হয় না।
জাবেদের মা বুড়ি ভাবতেছে আজকে বউ যেই ভাবে চিতকার দিয়ে কাদতেছে তাতে আজ আমার ছেলে আর আমাকে জিন্দা রাখবে না।
কিছুক্ষন পরেই ছেলেকে দেখে মা ভয়ে দৌড়ে ঘরের ভিতর চলে গেছে আর বলতেছে বাবারে আমার কোন দোষ নাই আমারে আজ আজ মারিস না , মার খাওয়ার মতো শক্তি আমার শরিরে নাই । যদি আজও আমাকে মারিস তাইলে আমি মরে যাব।
ছেলে বলতেছে মাগো শোন আজ আর তোমাকে মারবনা তুমি আমার কথা শোন !! বলেই ছেলে মায়ের পিছে যেই ঘরে ঢুকেছে ।
ছেলের আগমন দেখে মা ভয়েই দুনিয়া থেকে চিরদিনের মতো বিদাই নিলো।
ছেলে মাকে ধরে কাদছে আর বলছে মাগো তোমার এই পাপি ছেলে তার ভুল বুঝেছিল কিন্তু তোমার কাছে ক্ষমা চাওয়ার আগেই যে তুমি চলে গেলে ? এখন আমি কি ভাবে ক্ষমা নিব গো মা ! !
বিষয়: বিবিধ
১৩৮৮ বার পঠিত, ৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
শিখার জন্য মুলত লেখা
মন্তব্য করতে লগইন করুন