<><><><><><><><><><><><><><><><><><><><>একটি হাসির খবর- বাকশালের সাবেক নেতা তোফায়েল আহমেদ বলেছেন একদিন দেশে জামায়াত শিবির থাকবে না . <><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ জুলাই, ২০১৫, ০১:৩৫:১৯ দুপুর

খবরঃ একদিন দেশে জামায়াত-শিবির থাকবে না - বলেছেন সাবেক বাকশালের নেতা বর্তমানে মন্ত্রী তোফায়েল আহমেদ

প্রতিক্রিয়াঃ

মন্ত্রী মহোদয় মনে হয় কেয়ামতের পরের কথা বলেছেন যখন কোন কিছুই আর অবশিষ্ট থাকবে না।

তার কিছু কথা শুনে খুবই খটকা লাগে !

উনসত্তরের গণ অভ্যুথ্থানে বড় নেতা ছিলেন তিনি !

তাদের কষ্টের কোন সীমা থাকবে না একদিন এটাই হয়তো বুঝাতে না পারার কষ্টে এই কথা বলে থাকতে পারেন !

কারণ যে ধরনের নেতা কর্মী তারা আগামীর জন্য তৈরী করছেন আর তাদের যে চরিত্র বা বৈশিষ্ট সেগুলো দিয়ে আর যাই হোক কোন মনুষ্য সমাজ নির্মাণ সম্ভব নয় ! এদেরকে আফ্রিকার জঙ্গলে পাঠালেও বিরানভূমি বানিয়ে ফেলবে এটা আমাদেরবিশ্বাস!

<><><><><><>এক ভাই তার ফেচবুক স্টাটাসে লিখেছেন :-

আমার ছোট বোন তার ২ বছরের পুত্র খালিদ তিতুমীর। খালিদ নামটা তার

পছন্দের দেয়া আর আমার পছন্দের দেয়া তিতুমীর! খালিদ তিতুমীর একদিন

শিবিরের কেন্দ্রীয় সভাপতি হবে এটা তার মায়ের স্বপ্ন ও প্রার্থনা! তার

বাবার কত পরামর্শ ছেলেকে নিয়ে!

বেশী আদরে বড় করো না, জেলখানার জীবন কিন্তু কষ্টের, সেটার ট্রেনিং

তো নিতে হবে!

শুধু আমার বোনের পরিবার নয় বাংলাদেশে কত শত খালিদ আর তিতুমীর তৈরী হচ্ছে শাহজালাল আর খান জাহান আলীর বাংলাদেশে কালেমার ঝান্ডা উড়ানোর জন্য!

তার হিসাব কি তোফায়েল সাহেবরা আর একবার জন্ম নিয়েও শেষ করতে

পারবেন?

বিষয়: বিবিধ

১৫০৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331369
২৪ জুলাই ২০১৫ দুপুর ০২:৪১
হতভাগা লিখেছেন : উনি ঠিক বলেন নাই । জামায়াত শিবির থাকবে , তবে সেটা আওয়ামী বান্ধব । আওয়মী লীগ বিনা ইলেকশনে নির্বাচনে জিততে চাইবে না । দুধ-ভাত হিসেবে জামায়াতকে রাখবে ।
২৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৮
273628
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দ্বিমত পোষন করলাম
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:১১
273630
হতভাগা লিখেছেন : ইতিহাস সাক্ষী : জামায়াত বিএনপিকে বিপদে ফেলে আওয়ামী লীগের হাত ধরে । পরে আওয়ামী লীগই জামায়াতকে ছিঁড়ে খুঁড়ে ফেলে ।
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৫
273633
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইতিহাস এটাও সাক্ষি ১৯৯১ সালে বিএনপিকে জামায়াত ক্ষমতায় বসাইয়াছিল নইলে বিএনপি ঐ মুহুর্তে ক্ষমতার স্বাধ পেত না তাও আবার শর্ত ছাড়া
যার পরিনতি শিবিরের ২৭ জন ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ।
ইতিহাস এটাও বলে যে জামায়াত কথনো কারোর কাছে বিক্রি হয় নি যদিও পাগলেরা বলে যে জামায়াত আওয়ামিলীগের সাথে হাত মিলিয়ে বিএনপিকে ক্ষমতা থেকে নামাইয়াছে এটা ভুল কথা।
তার পরেও যেহেতু আপনি মন্তব্য দিলেন তাই আপনাকে অনেক ধন্যবাদ
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:২৭
273636
হতভাগা লিখেছেন : ১৯৯১ এ কার সাথে যেত জামায়াত? জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সাথে গেলেও ১৫০ টা আসন পেত না ।

আর ওটা জামায়াত দয়া করেনি বিএনপিকে । কারণ জিয়াউর রহমানের বদন্যতায় তারাও যে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিল সেটার প্রতি কৃতজ্ঞতা । এর জন্য আজও জিয়াকে মরনোত্তর গালি খেতে হচ্ছে ।

আর ঘাদানিকের অন্যতম ছিল আওয়ামী লীগ । যেই না জাহান্নামের ইমাম (আপনাদের মতে) মারা গেল অমনি আওয়ামী লীগের হাত ধরে কাহিনী করা শুরু করে দিলেন ।

ঐ সময়ে চরম জামায়াত বিদ্বেষী পরিবেশ দেশে জামায়াত ঘেষা হয়ে গেল কিভাবে আওয়ামী লীগ?
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪১
273637
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি জামায়াতকে শুধু বলেন কেন হাসিনাকেও তো জিয়া বাংলাদেশে এনেছিলেন বহুদলিয় গনতেন্তর উদ্ভাবন করে ইতিহাস তো এটারও সাক্ষি তাই না
ভাসুরের নাম জানার পরেও না বলাটা একটু কেমন দেখায় না
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:০০
273639
হতভাগা লিখেছেন : বিএনপি আওয়ামী লীগের মত বড় দলগুলো একসঙ্গে আন্দোলন করলেও ক্ষমতার জন্য এরা কখনও জোট করবে না একে অপরের সাথে । জোট করবে জামায়াত ও জাপার মত তুলনামূলক ছোট দলগুলোর সাথে ।

যেমন ভারতে কংগ্রেস ও বিজেপি পরষ্পর জোটবদ্ধ হয় না ক্ষমতার জন্য ।

ছোট ছোট দলগুলো নিজেরাও বুঝে যে একক সংখ্যাগরিষ্টতা পেয়ে ক্ষমতায় তারা বসতে পারবে না । তাই তারা তাদের সমমনা বড় দলের সাথে জোট বাঁধে ।

বিএনপি বা আওয়ামী লীগ কখনই নিজেরা নিজেদের সাথে জোট করবে এরকম মানসিকতার না । করলে তো আর কোন দলই থাকবে না বাংলাদেশে যেটা গনতন্ত্রেরই খেলাফ।

জাতীয় পার্টি এটা ভাল বুঝে । জামায়াত বুঝে না বলেই ধরা খায় । ১৯৯৬ এ খেয়েছে । খেয়েছে ২০০৮ এও ।

এখন তো মার খাচ্ছে । আঁতাত করা ছাড়া আর কোন উপায় নেই তাদের সামনে ।
331424
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:১০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হাজী শরীয়ত উল্লাহ, সালাউদ্দিন আইয়ুবী, মুহম্মদ বিন কাসিম..আরো আসবে.. অনেক ধন্যবাদ..
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:২১
273679
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকেও অনেক ধন্যবাদ
331430
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:৩১
মোঃ আবু তাহের লিখেছেন : কোন আদর্শিক আন্দোলনকে কেউ কখনো মুছে ফেলতে পারে না ইতিহাস এটাই সাক্ষ্য দেয়।
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:৩৬
273683
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File