>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ১৯৭৩ সালে বাংলাদেশ ব্যাংক ডাকাতির হোতা সালমান এফ রহমান ও ......ল <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২২ জুলাই, ২০১৫, ১২:২৮:২৯ রাত

১৯৭৩ সালের শেষের দিকে দেশের আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবস্থা। সেই সময় ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় শেখ কামাল সালমান এফ রহমান রক্ষা পান।

১৯৭৬ সালের শেষ নাগাদ দেশের আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। দেশে বিশৃংখলা সরকারের হাতের বাইরে চলে যায়।

প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত লোকজনের বিরুদ্ধে দুর্নীতির কিচ্ছা-কাহিনী তখন প্রায় প্রতিদিনই খবরের কাগজে ছাপা হচ্ছিল। জনগণ খোলা দুর্নীতি ও লুটপাটের বিরোধিতা করছিল।

দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্দ্ধগতি দৈনন্দিন জীবন সামগ্রী সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে গিয়ে দাড়িয়েছিল। জীবনধারণের নুন্যতম প্রয়োজন মেটাতে জনগণের তখন নাভিশ্বাস অবস্থা। এই অবস্থায় সরকার ৬৩ কোটি টাকার নোট ছাপিয়ে বাজারে ছাড়লো। এতে মুদ্রাস্ফীতি বেড়ে গেল। ঐ নৈরাজ্যিক সময়ে এক লোমহর্ষক ব্যাংক ডাকাতি সংঘঠিত হয় রাজধানী ঢাকায়।

প্রকাশ্য দিবালোকে পুলিশ ধাওয়া করে ডাকাতদের। ধাওয়াকালে দু’পক্ষেই গুলি বিনিময় হয়। ৬ জন ডাকাত ধরা পড়ে। এই ৬ জনের একজন ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানের জেষ্ঠ পুত্র শেখ কামাল। শেখ কামালসহ কয়েকজন দুস্কৃতিকারী আহত হয় পুলিশের গুলিতে। কিন্তু পুলিশের বিবৃতিতে পরে বলা হয়, “দুস্কৃতিকারীদের ধাওয়াকালে দুর্ঘটনাক্রমে শেখ কামাল ও তার সঙ্গীরা পুলিশের গুলিতে আহত হয়।

বিষয়: বিবিধ

১৬৩৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331048
২২ জুলাই ২০১৫ রাত ০১:২৫
আবু জারীর লিখেছেন : এই দরবেশ তাহলে ব্যাংক ডাকাত ও ছিল?
২২ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৮
273369
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : নইলে স্বাধীনতার পর এতবড় ধনী ..........!!
331056
২২ জুলাই ২০১৫ রাত ০৩:৪৩
রক্তলাল লিখেছেন : ৭৬ সাল নাকি ৭৩?
331061
২২ জুলাই ২০১৫ সকাল ০৫:০৮
শেখের পোলা লিখেছেন : আওয়ামী মেশিনে এদের ধুয়ে পবিত্র করে চেতনার বড়ি গেলানো হয়েছে৷ তাতে বাবা দরবেশ বনে গেছেন৷
২২ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৮
273370
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
331063
২২ জুলাই ২০১৫ সকাল ১০:০৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : উপরোক্ত দুই জনের সাথে আরো ছিলেন বিএনপি আমলের বিদ্যুত প্রতিমন্ত্রী 'টুকু' ও শেখ সেলিম। কিছুদিন আগে তাঁরা আবার বেয়াইও হয়েছেন।
২২ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৯
273371
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ১০০% সত্য কথা
331066
২২ জুলাই ২০১৫ সকাল ১০:১৮
রক্তলাল লিখেছেন : আলী বাবা ও চল্লিশ চোর।

দেশের অবস্থা চিচিং ফাক
২২ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৯
273373
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
Good Luck Good Luck Good Luck
331115
২২ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দাড়ির আড়ালে ব্যবসা
২২ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৯
273374
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাইতো সে দরবেশ বাবা
331141
২২ জুলাই ২০১৫ বিকাল ০৫:২৯
হতভাগা লিখেছেন : দিলেন তো ব্লগটারে ব্যানের খাড়ায় ফালায়া
331151
২২ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ৭৪ সালে তাদের সোনার বাংলা শশ্মান বাংলায় পরিণত হয়েছিল..
ধন্যবাদ আপনাকে..
২৩ জুলাই ২০১৫ রাত ১২:৩৬
273427
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File