================================== শালা তুই জয় বাংলা বলবি না ! তোর বাপ বলবে ,তোর চোদ্দগুষ্টি বলবে যদি ব্যাতিক্রম হয় তবে জাহান্নামে পাঠাইয়া দিমু। ==================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২১ জুলাই, ২০১৫, ০৪:১২:৫৯ বিকাল
কলেজে নতুন ছাত্রদের ভর্তি উপলক্ষে রাজনৈতিক নেতাদের দোড়ঝাপ বহুগুনে বেড়ে গেছে।
নিজেদের দলে ভিড়ানোর জন্য নতুনদের দিকে সহযুগিতার হাত বাড়াচ্ছে। কেউ ফর্ম পুরন করে প্রশাষনিক কর্মকর্তাকে পরিচয় করাচ্ছে নতুন ছাত্র এসেছে অমুক নাম ও আমাদের ছোট ভাই খেয়াল রাখবেন।
একেঅপরের মোবাইল নাম্বার নিচ্ছে দিচ্ছে হোটেলে আপ্যায়নের ব্যাবস্থা করছে । এককথায় তোষামদের কোন কমতি নাই।
যেই ছাত্র একবার কারো জালে জড়াচ্ছে সে ওখান থেকে বের হবার কোন রাস্তা পায় না। কোন কোন ক্ষেত্রে প্রেসার সৃষ্টি করে ছাত্রদেরকে নিজেদের দিকে ভিড়ানোর ব্যার্থ চেষ্টাও অনেক ছাত্র রাজনিতিবিদরা করে ।
ছাত্রটি যদি মনের থেকে তাদের আদর্শ গ্রহন করতে না চায় সেই ক্ষেত্রে টর্চারিং সেলের মতো কঠিন শাস্তি দিতেও পিছপা হয় না।
শালা তুই জয় বাংলা বলবি না ! তোর বাপ বলবে ,তোর চোদ্দগুষ্টি বলবে যদি ব্যাতিক্রম হয় তবে জাহান্নামে পাঠাইয়া দিমু।
বাস্তবে তাই হয়েছে অনেক মেধাবি ছাত্র জীবন দিয়ে ঐ নরপশুদের হাহাকার পুর্ন খুনের নেশা পুরা করেছে।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন