আম্মা ঈদ মানে কি কান্না ? তুমি যে সবসময় ঈদ আসলে শুধুই কাদো ! তোমার এই কান্নার কারন কি বলবা মা ! !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৭ জুলাই, ২০১৫, ১২:৫৭:১০ রাত
ছকিনা বেগম আজ ৪ বছর গত হলো বিধবা হয়েছে। ২ ছেলে আর ২ মেয়ে রেখে রাজমিস্ত্রি স্বামী রোড এক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে ছকিনা বেগমের অন্ধকার আর আলোর মাঝে লড়াই শুরু।
সেই সকালে ভোরে একটা মেসে রান্না বান্নার কাজ শেষ করে বাড়ী চলে আসে। একটা ছেলে থ্রি তে পড়ে আর একটা মেয়ে টু তে পড়ে তাই তাদেরকে স্কুলে পাঠানোর ব্যাবস্তা করে যথারিতি বাকী দুইটার খাওয়ার ব্যাবস্থা করা।
পাশে আর একটা ঘর আছে তাদের রান্না বান্না করলে খাওয়ার ব্যাবস্থাটা হয়। বাড়ী আলা ভাল লোক সে চায় এই অসহায় পরিবারটার পাশে থাকতে কিন্তু নিজেদের অসচ্ছলতার কারনে সেটা সম্ভব হয় না। তারপর ও যথাসাদ্ধ চেষ্টা করে যাতে বিধবাটি সন্তানদের নিয়ে কষ্ট না করে।
কিন্তু সব কিছুর বাধসাধে ঈদ।
প্রতিদিনকার রুটিং মোতাবেক চলতে হিমশিম খেলেও ঈদে সেটা কঠিন থেকে কঠিন হয়ে যায় বিধবা ছকিনা বেগমের জন্য । যখন দেখে প্রতিবেশিরা তাদের সন্তানদেরকে নতুন নতুন জামাকাপড় কিনে দিচ্ছে এমতাবস্থায় স্বামীর কথাটাই বেশী মনে পড়ে। সে জিবিত থাকাবস্থায় কখনো অপ্রয়োজনে বাড়ীর বাইরেও যায়নি । যখন যাহা লাগতো সাদ্ধানুযায়ী সব কছিু করতে চেষ্টা করতো।
আজকে যদি সে জিবিত থাকতো তবে কি তার সন্তানরা নতুন কাপড় চোপড় ছাড়া থাকতো ?
প্রতিবার ঈদের আগের রাত থেকে বিধবার কান্না থামে না। সন্তানরাতো বুঝে না যে মা কত দুঃখি তাদের সামনে দুমুঠো ভাত আনতে যে মাকে কত বেগ পেতে হয় তার উপর ঈদ !!
বড় ছেলে বেশি কিছু বোঝে না কিন্তু মায়ের চোখের পানি দেখে বুঝে মা কাদতেছে!
মাকে প্রশ্ন করলো মাগো ! মা !! ঈদ মানে কি কান্না ! ! ! তুমি কেন কাদছো গো মা , অন্যলোকেরা তো কেউ কাদছে না সবাইর ঘরে কেমন যেন খুশি খুশি গো মা।
ছোট্ট সন্তানের মুখে এমন কথা শুনে আরো জোরে হাউ মাউ করে কাদতে লাগলো মা জননী। মায়ের এমন কান্নাতে সন্তানরা মায়ের চারপাশে জড়ো হয়ে বলছে মাগো মা তুমি কেদোনা আমরা বুঝেছি আমাদের আব্বা নাই তাইতো তুমি কাদছো ।
আমরা বড় হলে তোমার কোন দুখ থাকবে না মা
ঈদের আগে আমাদের প্রতিবেশিদের মাঝে খোজ নিয়ে দেখেন ছকিনা বেগমদের মতো অসহায় যদি থাকে ওদের দিকে হাত বাড়ান আপনার ঈদের খুশি পুর্নাঙ রুপ পাবে আপনি নিজেও মনে অনেক তৃপ্তি পাবেন
.....................................................................
বিষয়: বিবিধ
২৭৪৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপবাসি সেই কৃষক এর ঘরে এসেছে কি আজ ঈদ্।
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন