মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষী মিছবাহুর রহমানের বাবা শান্তি কমিটির সদস্য ছিলেন, মন্ত্রীত্বর লোকে আজ...........
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১২ জুলাই, ২০১৫, ০৫:৫৬:৩৮ বিকাল
মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষী আলহাজ মিছবাহুর রহমান তার বাবা শান্তি কমিটির সদস্য ছিলেন
মিছবাহুর রহমান চৌধুরীর জবানবন্দি : মিছবাহুর রহমান চৌধুরী তার জবানবন্দিতে বলেন, তিনি ইসলামী ছাত্রসংঘের একজন সদস্য ছিলেন।
ওনার বাবা ছানু মিয়া শান্তি কমিটির সদস্য ছিলেন। এই ছানু মিয়া ১৯৭২ সালে পালিয়ে লন্ডনে চলে যান মুক্তিবাহিনীর আক্রমন থেকে বাচার জন্য ।
মেজবাহুর রহমান ও পালিয়ে লন্ডন চলে গেছেন সেই সময়।
এই অবৈধ সরকার মিজবার সাথে চুক্তি করেছিল যদি সে মতিউর রহমান নিজামির বিরুদ্ধে সাক্ষি দেয় তবে তাকে যুদ্ধাপরাধী থেকে মুক্ত করা হবে এবং ভবিষ্যতে মন্ত্রনালয়ের কোন না কোন পদে অধিষ্টিত করা হবে। কিন্তু ফুট্টুস !! নির্বাচতন ছাড়া সবই কিছুই শেষ করেছে তাকে আন্ডাও দেয়নি এখন বলতেছে ১০১৯ সালে দিব ।
চিনে রাখুন এদেরকে , এদেরকে বলা হয় ইসলামি নামধারী নাস্তিক ।
যারা সত্যকে মিথ্যার মাধ্যমে পরিবর্তন করার জন্য বাতিলের সাথে আতাত করতেও ভুল করেনা।
যেহেতু আওয়ামিলীগরা তাকে কোন মন্ত্রনালয় দেয়নি সুতারাং আগামীতে আমরা তাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাব কারেন্টের হিট দেওয়ার জন্য
চিন্তার কোন কারন নাই মিয়া ভাই । দিবা লোকে যারা স্বপ্ন দেখে আপনি তাদেরকে সত্য বলে জেনেছেন
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু সিলেটের আমাদের অনেক ভাই আছে যারা কখনো এই রকম না
ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন