মাননীয় এ্যাডমিন আমার ১টা পোষ্ট ডিলেট করেছেন হাসিনার বিরুদ্ধে লিখার অপরাধে-অপি বাইদানের লেখাটা যে ডিলেট করলেন না ????

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ জুলাই, ২০১৫, ০২:৩৯:৪৫ দুপুর



আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় ব্লগ মনিটর বিডি ডট নেট সত্যের পক্ষে কথা বলার বড় একটা মাধ্যম। এখানে অনেক সিমাবদ্ধতার ভিতর দিয়ে চড়াই উতরাই পেরোনো লাগছে । তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে স্বাধিনতা দিচ্ছেন আমারা ব্লগাররা বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করছি। বিডিটুডেকে মোবারক বাদ।

কিন্তু কথা হলো এ্যাডমিন সাহেব গতকাল আমার একটা ব্লগ ডিলেট করেছেন যেটা তথ্থ বহুল আমার ফাসি চাই বইয়ের রেফারেন্স ছিল । তারপরেও যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে কথাগুলো , তাইতো ডিলেট করতেই হবে।

আজকে একজন অপি বাইদানের লেখা দেখুন :-আল্যার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এই লেখার ভিতর কিভাবে পরোক্ষভাবে আল্লাহকে অপমান করা হয়েছে ! আমি ব্লগার হিসেবে অনুরোধ করব অপিবাইদারেন লেখাটা ডিলেট করুন ।

শেখ হাসিনার থেকে আমার আল্লাহর ইজ্জত কম না ।

এই নাস্তিককে এখনই জুতা মেরে বের করে দেন

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329142
০৮ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৬
জ্ঞানের কথা লিখেছেন : একমত প্রকাশ করলাম। ঝাড়ু দিয়ে অপিকে পিটানো দরকার।
০৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৯
271432
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তবুও এ্যাডমিন ওদেরকে ডিলেট করবে না
329144
০৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৭
হতভাগা লিখেছেন : অপি মডুদের খেলোয়াড় । ও যেভাবে খেলবে মডুরা তাতেই খুশি ।

জননেত্রী শেখ হাসিনার ব্যাপারে উল্টা-সিধা লিখা আপনার অভ্যাসে পরিনত হয়েছে । এসব লেখা ব্লগের উপর খড়গ নামিয়ে আনে।

আর কত ব্যান সহ্য করবে মডুরা আপনাদের মত মাথানষ্ট ব্লগারদের পোস্টের কারণে ?
০৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:১২
271434
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মাথা নষ্ট কথাটা গলদ বলেছেন , এই কথার মাধ্যমে সত্যকে লুকানো হবে
আমরা যারা সত্যের পক্ষে কথা বলি তাদের কলমের সামনে জেল জুলুম তাইতো এ্যাডমিন ........... পট পরিবর্তনের অপেক্ষায় থাকলাম তখন সত্য কিন্তু আর লুকানো যাবে না
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:১৫
271475
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা কিন্তু কথা বের করার কারিগর।
০৯ জুলাই ২০১৫ সকাল ০৮:২১
271561
হতভাগা লিখেছেন : 'পট পরিবর্তনের অপেক্ষায় থাকলাম তখন সত্য কিন্তু আর লুকানো যাবে না''

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
329147
০৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৮
অনেক পথ বাকি লিখেছেন : আজাইরা সব সূত্র কই পান? রেন্টু ওতো একটা ফাউল লোক। সে একটা ফাউল বই লিখছে তার উদাহরণ দিয়ে আপনি ভালো মানুষদের চরিত্রে কালিমা লেপনে ব্যস্ত। এসব বদাভ্যাস ত্যাগ করুন। ভালো হয়ে যান।
০৮ জুলাই ২০১৫ বিকাল ০৪:৩৪
271443
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাদের মতো লোকদের ভিতরই তো সব ফালতু লোক। সেই রেন্টু আলিগের লোক।
আর একটা কথা যেই হিটলারটা দেশের ১৭ কোটি লোকের অধিকার হরন করল ভোট ছাড়া নির্বাচন করলো সে ভাল ?????????? যদি এই লেডি হিটলারকে কেউ ভাল বলে তবে বুঝতো তার নজরে বাংলাদেশে আর কোন খারাপ লোক নাই
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:০২
271474
মাটিরলাঠি লিখেছেন : রেন্টুর বইতে অসংখ্য ছবি দেয়া আছে, ঘটনা সমূহের ধারাবাহিকতা আছে, কিছু কিছু ঘটনা তৎকালীন সম সাময়িক মিডিয়াতেও এসেছে, তাই তার লেখাকে একেবারে ফালতু বলা যায়না।

০৮ জুলাই ২০১৫ রাত ০৮:৩৯
271476
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : রেন্টু বাস্তবতার আলোকে লিখেছে এতে আওয়ামিলীগের মুখোস উম্মোচন হয়েছে বিধায় তাকে ফালতু বলে
329196
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : একমত আপনার সাথে।
ধর্মের অবমাননাকর পোস্ট মুছে দেয়া অবশ্যই সম্পাদকের দায়িত্ব।
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:৩৯
271477
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমনেত জন্য ধন্যবাদ
329206
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:৪৯
এ,এস,ওসমান লিখেছেন : আপনার সাথে সহমত জ্ঞাপন করলাম।
০৮ জুলাই ২০১৫ রাত ১০:৩৪
271515
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমতের জন্য ধন্যবাদ
329284
০৯ জুলাই ২০১৫ সকাল ০৯:২৮
আল সাঈদ লিখেছেন : অবশ্যই সহমত পোষন করার মতো পোষ্ট। সহমত
০৯ জুলাই ২০১৫ সকাল ১০:৩৬
271577
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File