৪ঠা জুলাই ছিল আমিরিকার স্বাধীনতা দিবস- আমিরিকা কি কখনো কারো অধিনে ছিল

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ জুলাই, ২০১৫, ১২:০৯:৪৪ দুপুর

আমিরিকার প্রথম রাষ্ট্পতির নাম জর্জ ওয়াসিংটন

৪ঠা জুলাইয়ের পটভূমি: যুক্তরাষ্ট্রের আমাদের মতোই ব্রিটিশদের অধীনে ছিলো স্বাধীনতার পূর্ব পর্যন্ত।

নিউ ইংল্যান্ড প্রদেশের লোকেরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে (১৭৭৫) স্বাধীনতার ঠিক এক বছর পূর্ব থেকে। পরের বছর (১৭৭৬) জুলাইয়ের ২ তারিখে কংগ্রেস গোপনে তৈরি করে স্বাধীনতার পক্ষে ভোট দিতে শুরু করে। তাতে উত্তর আমেরিকায় ব্রিটিশদের তেরোটি কলোনি আইনগতভাবে স্বাধীন হয়ে যায়। দু’দিন পরই প্রকাশিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র।

একে একে প্রতিনিধিরা স্বাক্ষর করেন স্বাধীনতাপত্রে। স্বাধীনতা ঘোষণার বছরে সমগ্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ছিলো ২৫ লাখ। এখন তা ৩১ কোটি ৬০ লাখের ওপরে।

স্বাধীনতার ঘোষণাপত্রে দু’জন স্বাক্ষরদাতা থমাস জেফারসন এবং জন এডামস পরবর্তিতে যুক্তরাষ্ট্রের প্রেজিডেন্ট হন এবং তারা ১৮২৬ সালের ৪ঠা জুলাইয়ে একই দিনে মৃত্যুবরণ করেন।

দিনটি ছিলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ বছর পূর্তি দিবস।

ছাপ্পান্ন জন স্বাক্ষরদাতার মধ্যে বেন্জামিন ফ্রাংকলিন হলেন আরেকজন রাষ্ট্রনায়ক, ঘোষণাপত্রের অন্যতম লেখক এবং সমাজসংস্কারক। আরেকজন স্বাক্ষরদাতা রবার্ট লিভিংস্টোন ছিলেন তখন নিউ ইয়র্কের প্রতিনিধি। স্বাধীনতা দিবস তাদের রাষ্ট্রীয় ছুটির দিন এবং সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে।

১৯৪১ সালের পূর্ব পর্যন্ত বিনা বেতনের ছুটি হিসেবে পালিত হতো স্বাধীনতা দিবস।

শুরুতে ফোর্থ অভ্ জুলাই হিসেবেই দিনটিকে স্মরণ করা হতো।

‘স্বাধীনতা দিবস ’ নামে স্বীকৃতি পায় ১৭৯১ সাল থেকে।

বিষয়: বিবিধ

২২৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328720
০৫ জুলাই ২০১৫ দুপুর ১২:২৯
হতভাগা লিখেছেন : আমেরিকা বা অস্ট্রেলিয়া যাই বলেন , এরা বৃটেনেরই লোকজন । একজন আরেকজনকে মানে না , তাই নিজে নিজেই চলতে চায় বলে এটাকে একটা কাহিনীর আকার দেওয়ার জন্যই স্বাধীনতা নামক টোটকার ইস্তেমাল।
০৫ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৪
270930
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এই কথাটাকে ১০০ ভাগ মানতে হবে।
কলেবর বড় হবে বিধায় তাহা উল্লেখ করি নাই
ধন্যবাদ
328755
০৫ জুলাই ২০১৫ বিকাল ০৪:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল মুলত ইংল্যান্ড এর কলোনিগুলিকে কেন্দ্র করে। পরে আদিবাসিদের উৎখাত করে তা পশ্চিম ও দক্ষিন এ বিস্তৃত হয়।
০৫ জুলাই ২০১৫ বিকাল ০৪:১২
270979
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File