স্বৈরাচারদের পতন সম্মানজনক হয়না- কয়েকটি উদাহরন দিলাম বাস্তবতার আলোকে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ জুন, ২০১৫, ০৬:০৪:০৯ সন্ধ্যা

ফ্যাসিবাদের জনক,নরঘাতক হিটলারের সমর্থনে,এত মানুষের সমর্থনের পরও সেই স্বৈরশাষকের পতন হয়েছিল।

৬০ লক্ষ ইহুদিকে হত্যার পরেও তার হত্যার নেশা বন্ধ না হওয়াতে বিশ্ব যুদ্ধের মাধ্যমে তাকে অপমানজনক ভাবে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করেছিল বিশ্ব।

স্বৈরশাষক সিসির পদত্যাগের দাবীতে এবং নির্বাচিত প্রেসিডেন্ট মুরসীর মুক্তির দাবীতে মিশরবাসীর বিক্ষোভ সমাবেশ। পবিত্র রমজানের দিনে রাস্তায় তারা ইফতার করেন।তারাবীহ নামাজ রাস্তায় অাদায় করেন।নব্য ফেরাউন সিসি অার বেশী দিন ক্ষমতায় থাকতে পারবেন না, জনতার দাবীর কাছে নতি স্বৃীকার করবেন।ইতিমধ্যে জাতির কাছে ক্ষমা চেয়েছেন।

বাংলাদেশের পেক্ষাপটে ও অাইউব খানের অনুসারীরা ধারনা করতে শুরু করে ছিল, তাকে কখনো ক্ষমতা ছাড়তে হবেনা।সেই লৌহমানবকে ক্ষমতা ছাড়তে হয়ছে।

সাবেক স্বৈরশাষক হোসাইন মুহাম্মদ এরশাদ নয় বছর দেশ শাষন করছেন, অনেক দাপট নিয়ে। ক্ষমতা হারানোর দিন টাঙ্গাইলে এক জনসভায় বিরোধী দলকে অার ও পাচঁ বছর অপেক্ষা করতে বললেন।বিকেলে ঢাকায় এসে জানলেন অাগামী কাল সকাল থেকে তিনি অার বাংলাদেশের প্রেসিডেন্ট নয়। ক্ষমতা হারানোর পর দীর্ঘ সময় কারাগারে ছিলেন।

মরহুম শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গঠনে বিশাল ভুমিকা রেখেছেন।স্বাধীতার পরবর্তী সরকার গঠন করলেন। নিজ দল, দেশ ও জাতি সম্পর্কে তাকে বলতে হয়েছে,সারা বিশ্ব পেয়েছে সোনার খনি অার অামি পেয়েছি চোরের খনি।নিজ দলের বিপদগামী গ্রুপের ষড়যন্ত্রের কারনে তাকে স্বপরিবারে জীবন দিতে হয়েছে।

মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর মতে জনাবিশেক লোক নিয়ে এত বড় নেতার জানাযা পড়তে হয়েছে।

অাজকের অাওয়ামী লীগ অার কত দিন ক্ষমতায় থাকবে? কেই বলছেন ১৯ সালের অাগে নয়, কেউ বলছেন অাগামী বছর একটি মধ্যবর্তী নির্বাচন হবে। তবে তথ্যমন্ত্রী ইনুর কথা শুনলে মনে হয় বাংলাদেশে অার কখনো অংশগ্রহন মুলক নির্বাচন হবেনা।

তথ্য মন্ত্রনালয়ের দায়িত্বে থাকলে ও তিনি এখন ঠিক করেন,বিরোধি রাজনৈতিক নেতাদের কার ফাসি, কার জেল হবে,কে, কখন কাসিমপুর কারাগারে যারে।

পরিশেষে বলা উচিত উপরোওলাই ভালো জানেন,তিনি কতটুকু সময় বর্তমান শাষকদলকে দিবেন। তবে পুথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, নিজ জাতির উপর অত্যাচার অার নিপিড়ন চালিয়ে কোন স্বৈরশাষক সম্মানজনক কায়দায় ক্ষমতা থেকে বিদায় নিতে পারে নাই।

বিষয়: বিবিধ

৪০৪২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327835
২৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
মাটিরলাঠি লিখেছেন : ইতিহাস থেকেতো এরা শিক্ষা নেয়না ভাই। এদের কাজগুলো এদের কাছে সুশোভিত হয়ে থাকে। যেমন বিএনপি বিনা কারণে বিচারপতিদের বয়স বাড়াতে গেছিল। তার ফল এই।
২৮ জুন ২০১৫ রাত ০৮:১৭
270162
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
Good Luck
327836
২৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
ইসলামী দুনিয়া লিখেছেন : আপনার কি বিশ্বাস হয় তারা ক্ষমতা থেকে নামবে? আমারতো মনে হয় আরো কিছুদিন এই সরকারকে থাকা দরকার। কারন সোনা না পুড়ালো খাটি হয় না।
২৮ জুন ২০১৫ রাত ০৮:১৮
270164
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : you are correct
আপনার সাথে একমত
327848
২৮ জুন ২০১৫ রাত ০৯:০১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ইতিহাস থেকে তো কেউই শিক্ষা নেয় না। তারা ভাবে যদি টিকে যাই তাহলে তো পোয়াবারো
২৮ জুন ২০১৫ রাত ০৯:০৪
270170
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কেউ তো ভাই টিকতে পারেনি । ইনশাআল্লাহ এই লেডি হিটলারও টিকতে পারবেনা
327859
২৮ জুন ২০১৫ রাত ১১:১৯
আবু জান্নাত লিখেছেন : ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।
২৯ জুন ২০১৫ রাত ১২:৫৩
270195
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
জাযাকাল্লাহ
327862
২৮ জুন ২০১৫ রাত ১১:২৬
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আজ হোক কাল হোক, আল্লাহপাক এ জালিম মহিলা ফেরাউনেরও পতন ঘটাবেন ইনশা আল্লাহ
২৯ জুন ২০১৫ রাত ১২:৫৪
270196
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অপেক্ষায় থাকলাম
আল্লাহর কাছে বলতে হবে
327876
২৮ জুন ২০১৫ রাত ১১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইতিহাস এর অন্যতম শিক্ষাই হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়নি। কারন শয়তান তাদের হৃদয় কে দখল করে নিয়েছিল।
২৯ জুন ২০১৫ রাত ১২:৫৫
270197
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সত্য কথা
জাযাকাল্লাহ
328083
৩০ জুন ২০১৫ রাত ১১:২৯
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ সুন্দর বলেছেন , আসিতেছে শুভদিন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ
০১ জুলাই ২০১৫ রাত ১২:২৩
270390
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
328373
০৩ জুলাই ২০১৫ রাত ০১:১৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বাংলার মাঠিতে আরো একবার দেখাও ন্বৈরাচারের পতন, হে খোদা.. ধন্যবাদ।
০৩ জুলাই ২০১৫ দুপুর ০১:৩৭
270680
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অন্ধকার দেখে করো না ভয়,সকাল হবেই অন্ধকার দুরিভুত হবে নিশ্চয়
অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File