হাসিনার নৌকা এখন ভাটিতে চলে না, চলে উজানে - ওনার আদরের দুলারীরাতো নদী দখলে নিয়েছেন তাই বলতে বাদ্ধ হয়েছেন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ জুন, ২০১৫, ১১:২৩:১৭ রাত



হাসিনা বললেন শ্রোতের বিপরিতে অনেক কষ্টে তিনি নৌকা নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন !

কথাটা শুনতে কেমন লাগে বলেন ! নদীতে তো কোন শ্রোতই নাই যে নৌকা চালাতে কষ্ট হবে ! আবার যদি বলি নদীই নাই যে সেখানে পানি প্রবাহিত হবে ।

কেউ প্রশ্ন করতে পানের কেন নাই বললেন ?

নানারা ! এই গুলিতো ওনার সোনার ছেলেরা বহু আগেই লুটের মাল ভাগাভাগির মতো ভাগ করে নিয়েছে।

নদীগুলি যেন ওনাদের চাচার সম্পদ সেখানে বালুদিয়ে ভরাট করে বাড়ী ঘর তৈরী কে ভাড়া দিতেছেন

উনি যেই অর্থে নৌকার কথা শুনালেন সেই অর্থেও যদি বলি ওনার জন্য কোন উজান ভাটি নাই ।

বর্তমানে উনি এতই ক্ষমতাবান যে ইচ্ছা করলে দেশের যেই কোন লোককে শাস্তি বা জেল জরিমান অথবা ফাসিও দিতে পারেন।

কারন হলো উনি তো কারো ভোটে ক্ষমতায় আসেনি যে কথা শুনতে হবে ? গায়ের জোরে ক্ষমতায় এসেছেন এখন যদি বলেন উজান ভাটির কিচ্ছা আমাদেরকে শুনান তবে আমরা কি বলব !

অন্যভাবে যদি বলি আপনার জন্য উজান ভাটি বলতে তো নাই যদি থেকেও থাকে সেটা আপনার দলের গুন্ডারা করেছে।

বিরোধী দলের বিচও আপনি রাখতেছেন না যাতে পরবর্তিতে আবার এই বিচ থেকে গাছ উঠতে পারে।

সুতারাং চালিয়ে যান শেখের বেটি কদ্দুর পারেন।

দুনিয়াতে কেউ পারেনি আপনি যদি পারেন !!

সব জালিমরাই অপমানের সাথে পতন হয়েছে আপনি হয়তো তেমন হবেন না বলে মনে হচ্ছে কারন সব জালিমরা যতটুকু জুলুম করে আপনি তার চেয়ে কয়েক হাজার গুন বেশী জুলুম করার কারনে আপনারটা বলা মুশকিল কেমন ভাবে পাতন হতে পারে । সময় বলে দিবে

বিষয়: বিবিধ

১৭৯৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326657
১৮ জুন ২০১৫ রাত ১১:৩৬
আবু জান্নাত লিখেছেন : দুলারীরাতো
বাদ্ধ

শব্দ দুটো ঠিক করে দিন।
শিরোনামে হওয়ায় দৃষ্টি কটু মনে হচ্ছে।
326660
১৯ জুন ২০১৫ রাত ০১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Tongue Tongue Happy) Happy) Happy) Happy)
326664
১৯ জুন ২০১৫ রাত ০১:১৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওরা পুরো দেশ গিলে খেলেও পেঠ ভরবে না এমন জাত? ধন্যবাদ আপনাকে..
১৯ জুন ২০১৫ দুপুর ০১:৪৩
269041
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
২০ জুন ২০১৫ রাত ১২:২০
269097
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : my facebook link,plz sent request..https://www.facebook.com/minhazulislammohammed.masum
326706
১৯ জুন ২০১৫ সকাল ০৯:১৯
হতভাগা লিখেছেন : হাসিনা বাংলাদেশের ১ নং দেশপ্রেমিক । উনাকে অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে - কি ঘরে , কি বাইরে । উনি বেঁচে আছেন বলেই বাংলাদেশটা এখনও টিকে আছে । উনি চোখ বন্ধ করলে দেশের যে কি হবে তা একমাত্র আল্লাহই জানেন ।
১৯ জুন ২০১৫ দুপুর ০১:৪৫
269042
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যেমনটা হয়েছিল শেখ মরার পরে
লোকজন আনান্দ মিছিল করেছিল
শেখের বেটি মরার পরে দেশে নয় শুধু বিদেশেও আনান্দ মিছিল হবে এবং মানুষ মুক্তির গান গাইবে যেমন গেয়েছিল ওর বাপের মরার পরে
১৯ জুন ২০১৫ দুপুর ০২:১১
269043
হতভাগা লিখেছেন : শকুনের দোয়ায় গরু যেমন মরে না
জামায়াতের পশ্চাদ দেশের আগুনও তেমন নেভে না

যখন তখন কারও কথায়
আমি তো ভাই নাচি না
শেখ মুজিবের পরে এখন
নেত্রী আমার হাসিনা

১৯ জুন ২০১৫ দুপুর ০২:১৯
269048
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জানি শকুন মরেনা কিন্তু
মজলুমের দোয়া কবুল হয় এটা ঈমানদার হলে অবশ্বই বিশ্বাস করতে হবে
আর যারা আওয়ামিলীগ করে তাদের বিশ্বাস শুধুমাত্র হাসিনা এবং তার দোসররা আল্লাহতে নয়
326715
১৯ জুন ২০১৫ দুপুর ০২:০২
সুমন আখন্দ লিখেছেন : কারো ভোটে আসেনি, গায়ের জোরে ক্ষমতায় এসেছেন; ভালো লাগলো, অনেক ধন্যবাদ
১৯ জুন ২০১৫ দুপুর ০২:১৬
269044
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File