রক্তের উপর দাড়িয়েও জনগনের সাথে তামাশা ! কল্পনাও করিনি খালার কাছ থেকে ফুলের তোড়া ! এই মজলুমদের রক্ত দিয়ে ফুলের মালা !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৫ জুন, ২০১৫, ০৯:০৯:২৯ রাত
জনগনের যেখানে দৈনন্দিন জীবন যাপন করা কঠিন সেখানে প্রধানমন্ত্রী ব্যাক্তিগত সফরের নামে রাষ্ট্রিয় সম্পদকে বিড়ির ধোয়ার মতো উড়াচ্ছে । ওনার বোনের মেয়ে কুয়ারা করে বলতেছেন জীবনেও ভাবিনি খালার থেকে ফুলের মালা নিব। ওয়াক থু !!
হ্যা টিউলিপ সেটা আপনার খালার টাকা থেকে নেননি ,নিয়েছ ১৭ে কোটি জনগনের ট্যাক্সের টাকার জিনিস।
আপনার খালাতো এই ফুলের মালা দেওয়ার কোন পারমিশন নেয়নি জনগনের কাছ থেকে তাহা কি জানেন ?
আপনি এমপি হয়েছেন ভোটের মাধ্যমে তাইতো আপনার নির্বাচনী এলাকার লোকজনের আপনি প্রতিনিধি তাই নয় কি?
আর আপনার খালাকে জিজ্ঞাসা করুন তো দেশে লোকজন তাকে ভোট দিয়েছে কিনা ?
আপনার খালা গুন্ডা ভাড়া করে কেন্দ্র দখল করেছে এক- দুই জনে পুরা কেন্দ্রের ভোট সিল মেরে বাক্স ভর্তি করেছে তাহা কি আপনি মিডিয়ার মাধ্যমে দেখেছেন ?
সমস্ত মিডিয়াগুলি ঐ দিনের সাক্ষি হয়ে আছে তাহাও জানেন নিশ্চয়।
আপনি তো একটা বিশ্বের গ্রোহনযোগ্যতম গনতান্ত্রিক রাষ্টের এমপি হয়েছেন সেখানে কি এমন কোন কালচার আছে ? ভোট না দিলেও নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষনা করার কথা কি কখনো শুনেছেন ? নিশ্চয় জবাব আসবে না।
আপনি আপনার খালাকে একটু জিজ্ঞাসা করুন প্লিচ !!
জানি তাহাও পারবেন না ।
তাহা হলে খামোখা মজলুমের অন্তরে ঘা না দিলেও পারতেন যে আপনি ভাবেননি যে খালার থেকে ফুলের মালা নিবেন !!
মজলুমরা চিতকার দিয়ে কাদছে , সন্তান হারা মায়ের আর্তনাদ, স্বামী হারা বোনের আহাজারী, বাবা হারা সন্তানের চিতকার ! আপনার খালার কানে কি সেই সব যাচ্ছে !
সে নিজেকে বাংলাদেশের জনগনের রক্ষক হিসেবে দাবী করে । সে কি পারবে এই সকল হত্যার কারন উদঘাটন করতে ? গুম হওয়া লোকদেরকে উদ্ধার করতে ?
না তা পারবে না জানি।
তাই আপনার কাছে বাজে গল্প করে কোন লাভ নেই ।
তবে পরিস্কার জেনে রাখেন যেই জনগনের অনুমতি ছাড়া আজকে ফুলের মালা দিচ্ছে সেই ফুলের মালার পরিবর্তে আপনার খালার গলায় অন্য মালা উঠবে
সময় আছে তাকে বারন করেন জনগনের সাথে যেন আর প্রতারনা না করে।
বিষয়: রাজনীতি
১১৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জয়ও যদি আমেরিকাতে এরকম একটা বাজি মারতে পারতো !
কিন্তু দেশের অপরানিতি যদি সেখানে একচুলও জাহির করতে চেষ্টা করে তবে সে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়।
আর জয়
মাসাল্লাহ হিজড়া মানুষ সে তো কয়েকবার বাজি মেরেছিল জানেন না
জেলে গেছে যে !!!!
জাজাকাল্লাহ
আর প্রস্তুত থাকুন বদলা নিবার জন্য
মন্তব্য করতে লগইন করুন