খালেদার সাজার ব্যবস্থা হচ্ছে - বলেছেন জিরো পার্সেন্ট ভোদের অধিকারী: ইনু- যিনি রাজনিকিদেরকে বর্তমানে প্রাইভেট পড়াইতে চান
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ জুন, ২০১৫, ০৬:০১:৪০ সন্ধ্যা
বর্তমানে বাংলাদেশের রাজনিতিতে এক পরিচিত নাম ইনু ( পুরানাম বললে সবাই চিনবে না) । ইনি হলেন সেই ইনু যে কিনা ইউনিয়ন পরিষদের ওয়াডে মেম্বার পদে নির্বাচন করলেও জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে। সেই ইনু এখন তথ্থ মন্ত্রী !
ব্যাপারটা ভাবতেই অসুস্থ লোকেরও শরির গরম হয়ে যায় সুস্থ লোকেরতো হবেই।
উনি সাংবাদিকদের সামনে আসলে মুখে দুইটা কথার ব্যাবহার অনেক বেশী করেন ।
-একনাম্বার হলো তিনবারের প্রধানমন্ত্রীকে রাজনিতি থেকে বহিস্কার করতে চান, মাইনাস করতে চান, গ্রেফতার করতে চান, সাজা দিতে চান ইত্যাদি ইত্যাদি বলাই যেন তোতা পাখির বোলের মত। তাইতো পাপিয়ার কথায় বলতে হয় যে কিনা ইনুর সামনেই সংসদে বলেছিলেন ইনু হলো ছাগলের ১৭ নাম্বার বাচ্ছা।
-আর দ্বিতীয়টা হলো যু্দ্ধাপরাধীদের সাজা নিশ্চিত করতে হবে এবং জামায়াতকে ব্যান্ড করতে হবে।
তার নিজের রাজনিতি বলতে তো জিরো , নৌকার গুলিতে বসে কোন রকম নদী পার হয়েই সে বনে গেছে বিষহীন অজগর।
বিএনপি চেয়ারপারসন এর ব্যাপারে বাজে মন্তব্যকারী ভোটের রাজনিতিতে বিএনপির মেম্বারের সমতুল্যও হবে না ।
তাহা হলে প্রশ্ন থেকে যায় গুগলের অর্থের এই ইনু কিসের বলে এমন কুরুপিচপুন্য মন্তব্য করছে?
যেমন একবার দিলিপ বড়ুয়া খালেদা জিয়াকে বলেছিলেন লড়াই করতে ইচ্ছা হলে ভোটের মাঠে আসুন বুঝা যাবে । অথচ তার পুরাজীবনের সমস্ত ভোটের চিত্র বলে কখনো সংসদ নির্বাচনে ৪০০ ভোটের উপরের ইতিহাস নাই যা আছে ৪০০ র নিচের ইতিহাস।
এরা এখন বিএনপি এবং জামায়াতকে সবক শিক্ষা দিতেছে
বিষয়: রাজনীতি
৮৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্রাহ
জাজাকাল্লাহ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন