মোদি অসুখে পেয়েছে আমাদের বড় দলের দুই নেত্রিরে। সাথে সুর মিলিয়ে ব্যাংয়ের মত ঘ্যাংর ঘ্যাং করতেছে সমস্ত মিডিয়া
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ জুন, ২০১৫, ০২:২১:৪৩ দুপুর
মোদি অসুখে পেয়েছে আমাদের বড় দলের দুই নেত্রিরে। সাথে সুর মিলিয়ে ব্যাংয়ের মত ঘ্যাংর ঘ্যাং করতেছে সমস্ত মিডিয়া
মোদি সন্ত্রাসী , মোদি মৌলবাদ , মোদি সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বলে যারা গালিগালাজ করতো তাদের মধ্যে একনম্বরে ছিলো আমিরিকা। মোদি আমিরিকাতে প্রবেশের উপর ছিল নিষেধাজ্ঞা।
মোদি সরকার গঠন করার সাথে সাথে সব নিষেধাজ্ঞা উঠেই শুধু যায়নি তাকে সফরের আমন্ত্রনও জানানো হয়েছিল।
সেই মোদিকে নিয়ে ইন্ডিয়ার নির্বাচনকালিন সময় , বাংলাদেশের দুই নেত্রিরই ঘুম হারাম ছিল সাথে সাথে সমস্থ মিডিয়াও।
বর্তমান সফর যেন দুই জনের কাছে অনেক দিন আগে হারানো সন্তানকে ফিরে পেলে যেমন খুশি হয় তেমন মনে হচ্ছিল।
ধুম পড়ে গেছে দেশের মিডয়া জুড়ে শুধুই মোদি । খবর পড়ে মনে হচ্ছিল যে মোদি একমাত্র ব্যাক্তি যে কিনা দেশের বর্তমানের সমস্যাগুলির একমাত্র সমাধানদাতা ।
দেশের সবাইকে মোদি অসুখে ধরেছে । মোদি একমাত্র ডাক্তার যে কিনা আমাদের অসুখ ভাল করতে পারবে
আমাদের জাতীকে ইন্ডিয়ারা সিকিমের মতো এবং নেপালের মতো গোলামির জিন্জির পরানোর সকল প্রস্তুতি সম্পর্ন করেছে । তা যেই কোন মুহুর্তে কার্যকারী হবে।
আল্লাহ আমাদেরকে মোদিদের প্রেমিকদের মতো অসুখ থেকে অসুখ থেকে হেফাযত করুন।
বিষয়: রাজনীতি
১৭৭৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াতে ইসলামী কখনোই মোদিদের মতো লোকের পায়রুবির মাধ্যমে তাদের রাজনিতির ভিত রচনা করেনি এবং ভবিষ্যতে পরিকল্পনাও নাই।
মনে রাখবেন আদর্শবাদী দলের সামনে কখনো পিছনের রাস্তা ব্যাবহারের সুযোগ থাকে না । কারন এদের রাজনিতিটাই ভিনন, এরা সবাই রাজনিতি করে নিজের পকেটের টাকা দিয়ে এটা মনে রাখবেন ।
আওয়ামিলীগ এবং বিএনপি হাত মিলিয়েছে কারন তাদেরকে নিরাপত্তাবাহীনি নিরাপদে যাওয়ার সকল ব্যাবস্থা করেছে তাইতো তারা হাত মিলাতে পেরেছে।
আর জামায়াতকে তো নিরাপত্তা দিত না তাদেরকে গ্রেফতার করতো তাই না !!!
আর একটা কথা আপু
বিজেপি এক প্রান্তের লোক আর জামায়াত অন্যপ্রান্তের লোক তাইতো দুই দলই ধর্মীয় রাজনিতি করলেও ...........
তবে জামায়াত অতিতেও কখনো ভিন্ন মতাবলম্বিদের সাথে সাথে বিদ্ধেষ করেনি
ওদের ধারনা ভুল এবং সেই ধারনাটা অচিরেই প্রমান হবে ইনশাআল্লাহ
মুদির দোকান(গদি) খুইল্লা বইছে,যার ক্রেতা
হাসিনা-খালেদা.. পিলাচ..
মোদিকে নিয়ে পুরা বাংলাদেশের রাজনিতি এবং মিডিয়া যেই ভাবে মাতামাতি করেছে এবং বর্তমানেও করতেছে তাতে নিজেরাই নিজেদের দেশকে নেপালের মতো করদ রাজ্যে বাংলাদেশকে পরিনত করতে চাইছে
৫ই জানুয়ারীর পর থেকে বিএনপি যতগুলা রাজনৈতিক ভুল করেছে তাতে নিজেরা প্রায় অপমৃত্যের দ্বার প্রান্তে।
জামায়াত তাদের জন্মলগ্ন থেকেই চড়াই উতরাই পেরোচ্ছে । সুতারাং জামায়াত আবার তার পুর্ন শক্তি নিয়ে ময়দানে ফিরে আসবে কারন আদর্শবাদি দলের কখনো অপমৃত্য হয় না
মন্তব্য করতে লগইন করুন