জামায়াতের শক্তি এবং আওয়ামিলীগের দুর্বলতায় পার পাচ্ছে সন্ত্রাসীদের গডফাদাারা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ জুন, ২০১৫, ০৬:০৬:৫৯ সন্ধ্যা
জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি আদর্শের নাম। তাদের সংগঠনের কোন নেতা অডিনারী মার্কা নেতা হয়না। কারন নেতা হওয়ার জন্য তাদের পুর্নাংগ সিলেবাস শেষ করে তারপর পরিক্ষা দিয়ে নেতা হতে হয়। এই সকল নেতারা সব সময় সংগঠনকে আর্থিক ভাবে সহযুগিতা করে । সংগঠন কখনো কোন নেতাকে টাকা দেয় না।
আদর্শ ভিক্তিক সংগঠন হওয়ার কারনে এরা দুনিয়াতে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেনা। নেতা যখনই কোন কর্মিকে আদেশ করে সেই কর্মি পুংখানুপুংখু সেটা পালন করে। সেই দায়িত্ব পালন করতে গেলে যদি সামনে বাধা আসে সেই বাধাকে অতিক্রম করে আগে যাওয়া এদের কাজ।
এই অতিক্রমটা কোন শক্তির বলে নয় আদর্শের বলেই কেবল সম্ভব হয়।
অপরদিকে আওয়ামিলীগ জামায়াতের নাম শুনলে আতংকিত হয়ে পড়ে । যেই কোন সময় জামায়াত তাদের উপর হামলা করে নাস্তানাবুদ করে দিবে । তাদের অবৈধ নেত্রীকে বলে কয়ে তাদের নিরাপত্তার জন্য পুলিশ বা অন্যকোন সোর্স নিয়োগ দেয়।
আওয়ামিলীগের এই আতংক তারা নিজেরা তৈরী করে এখন নিজেরা সবসময় সেই আতংকেই ভোগে। এমন কি তাদের মধ্যে পারিবারিক কোন কলহ হলেও ভিত হয়ে ভাবতে থাকে না জানি এই ঘটনাতেও জামায়াতের হাত আছে।
দেশের কোথাও কোন দুর্ঘটা ঘটলে , পেট্রোল বোমা মারলে , সরকারী কোন স্থাপনায় হামলা করলে ,শহীদ মিনার ভাংলে , মন্দীরের ক্ষতি সাধন করলে ,হিন্দুদের সম্পত্তির কোন ক্ষতি করলে সরাসরি আওয়ামিলীগ বলতে শুরু করে এই কাজ জামায়াতের ছাড়া আর কেউ করেনি।
আর এই শক্তিপ্রদর্শন এবং দুর্বলতার মাঝখানে আসল সন্ত্রাসীরা কুকর্ম করে পার পেয়ে যায়। যাহা পরবর্তিতে যাচাই বাচাই করে বেরিয়ে আসে আওয়ামীলিগের কেহ অথবা অন্য কেহ এই ঘটনার সাথে জড়িত।
বিষয়: রাজনীতি
১৫৪৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ
দাওয়াতি কাজ।
জাজাকাল্লাহ ভাই
জাজাকাল্লাহ
জাজাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন