ব্লগার অর্থ কি মুসলমানদের ধর্মের প্রতি আঘাত করা ? নীলাঞ্জনা নামের এক কুলাংগার ব্লগার আছে www.todaybd.net জঘন্যতম ভাষা তার
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ জুন, ২০১৫, ০৩:০৪:৫০ দুপুর
নীলাঞ্জনাদের বিচার কি আমার কোন দিনেও করতে পারেবো?
আল্লাহকে নিয়ে এমন জঘন্য মন্তব্য করেছেন আমাদের ব্লগে বসে । আমার তার সেই জঘন্য মন্তব্যটা তুলে ধরলাম
নীলাঞ্জনা লিখেছেন : রহিংগা'দের জন্য আপনি হুদাই পেরেশান! ইহুদী-নাসার জাতিসংঘের হাতে-পায়ে ধরে কি হবে? আপনার আল্যা কি করে? সমস্যার কথা তাকে জানান। তবে আপনার আল্যা তো আবার মানুষের দান ভিক্ষা না পেলে ইমাম সাহেবের বেতনও দিতে পারেন্না।
নীলাঞ্জনা লিখেছেন : মুমিনের চরিত্র গিরগিটি শাপের মত। সুবিধা বুঝে রং বদলায়।
নীলাঞ্জনা লিখেছেন : খৃষ্টান , ইহুদি পরিচালিত জাতিসংঘের মানবাধিকার এর প্রবক্তরা কি অন্ধ ?
অন্ধ বটেই, তবে ওরা যখন রাজাকার কামরুজ্জানের ফাঁসি রহিত করার কথা বলে তখন কিন্তু আপনারা ব্যাঙের মত ফাল পারেন।
বিষয়: বিবিধ
১৭১৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
@নীলাঞ্জনা আপনি কোন ধর্মের অনুসারী সেটা আমি জানি না।আপনি যদি ইসলাম ধর্মের ব্যতীত অন্য কোন ধর্মের অনুসারই হন তবে আপনার ধর্ম কি কখনও শিক্ষা দেয় নি অন্য ধর্মকে সম্মান করা।
নাকি জন্মের পরই নাস্তিক মন মানসিকতা নিয়ে জন্মেছেন।
এরপর সে আমার পোষ্টে আর কোন মন্তব্য করে নি।
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনি যেই কাউকে রাজাকার বলতে পারেন আবার মুক্তি যোদ্ধাও বলতে পারেন কারন আপনি তো কোন বিচার করছেন না , আপনার নির্ধারিত সিদ্ধান্তকে কিছুকাল নাটক করে রায় ঘোষনা করছেন।
আলোচনা হলো রোহিংগাদেরকে নিয়ে হটাত আপনার শরীরটা গরম হলো কেন ? এই ব্লগে শরির ঠান্ডা করার মতো তো কেউ নেই অন্য কোথায় চেষ্টা করে দেখতে পারেন
আপানার কালিমা যুক্ত লেখার জন্য ধন্যবাদের পরিবর্তে ঘৃনা দিতে বাদ্ধ হলাম
সে আরো উল্টা মন্তব্য করল
.
.
.
আর এরা কোনো যুক্তির ধার ধারে না, এদের সাথে ত্যানা প্যাঁচাইলে হুদাই সময় নষ্ট...
হুম
ব্লগের সম্পাদকে অবচেতনে সরাসরি কোরআন অবমাননা করে পোস্ট দিল সম্পাদক কোন ব্যবস্থা নিলেন না!!!!
আমি পোস্টটি মুছে পেলার জন্য আবেদনও করছিলাম! !!
আপনার কথার সাথে একমত
কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো ব্লগার বনে নিজেকে কতটুকু নাস্তিকতার সিমানায় নিতে পারে সেটা দেখানো
জাজাকাল্রাহ
জাজাকাল্লাহ
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
উনি তো ভুল কিছু বলেন নি। বরংচ, খাস আল্লাহর বান্দা হয়ে রহিঙ্গা সমস্যা নিয়ে আপনারা কুফুরী, মানবরচিত জাতিসংঘের দ্বারস্থ হবেন কেন? আল্লাহ নাকি 'কুল' বল্লেই কামসারা, সব হয়ে যায়। তো, সমস্যাটি আল্লাহ কে জানান দিন। উনি 'কুল' বলবেন আর সব ঠান্ডা হয়ে যাবে। নাকি আল্লার প্রতি আপনাদের ভরসা নেই, তাই জাতিসংঘে যেয়ে বৃথা(হুদাই) দেন দরবার।
"তবে আপনার আল্যা তো আবার মানুষের দান ভিক্ষা না পেলে ইমাম সাহেবের বেতনও দিতে পারেন্না।"
এটিও মিথ্যা কথা না। প্রতি জুম্মাবারে সম্ভবত আপনি নিজেও ২/-টাকা, ৫/-টাকার দানবাক্স নিয়ে ছুটাছুটি করেন।
ধন্যবাদ।
হুদা হুদাই আপনাদের সাথে সময় নষ্ট করছি কারন যেই লোক তার প্রষ্টাকে অস্বীকার করে তার কোন কথার জবাব মনে হয় দেওয়ার থেকে নিজে চুপ থাকাই ভাল
আমার কথার জবাব আর একজন নাস্তিক উল্টাপাল্টা দিয়েছে তার নাম ফুয়াদ পাশা
মন্তব্য করতে লগইন করুন