ব্লগার অর্থ কি মুসলমানদের ধর্মের প্রতি আঘাত করা ? নীলাঞ্জনা নামের এক কুলাংগার ব্লগার আছে www.todaybd.net জঘন্যতম ভাষা তার

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ জুন, ২০১৫, ০৩:০৪:৫০ দুপুর

নীলাঞ্জনাদের বিচার কি আমার কোন দিনেও করতে পারেবো?

আল্লাহকে নিয়ে এমন জঘন্য মন্তব্য করেছেন আমাদের ব্লগে বসে । আমার তার সেই জঘন্য মন্তব্যটা তুলে ধরলাম

নীলাঞ্জনা লিখেছেন : রহিংগা'দের জন্য আপনি হুদাই পেরেশান! ইহুদী-নাসার জাতিসংঘের হাতে-পায়ে ধরে কি হবে? আপনার আল্যা কি করে? সমস্যার কথা তাকে জানান। তবে আপনার আল্যা তো আবার মানুষের দান ভিক্ষা না পেলে ইমাম সাহেবের বেতনও দিতে পারেন্না।

নীলাঞ্জনা লিখেছেন : মুমিনের চরিত্র গিরগিটি শাপের মত। সুবিধা বুঝে রং বদলায়।

নীলাঞ্জনা লিখেছেন : খৃষ্টান , ইহুদি পরিচালিত জাতিসংঘের মানবাধিকার এর প্রবক্তরা কি অন্ধ ?

অন্ধ বটেই, তবে ওরা যখন রাজাকার কামরুজ্জানের ফাঁসি রহিত করার কথা বলে তখন কিন্তু আপনারা ব্যাঙের মত ফাল পারেন।

বিষয়: বিবিধ

১৭১৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324572
০৪ জুন ২০১৫ দুপুর ০৩:১৯
এ,এস,ওসমান লিখেছেন : আমার মনে হয় না সে মুসলমান। কারণ আমার পোষ্টে বাজে কম্যান্ড করলে আমি নিচের কথা লেখি
@নীলাঞ্জনা আপনি কোন ধর্মের অনুসারী সেটা আমি জানি না।আপনি যদি ইসলাম ধর্মের ব্যতীত অন্য কোন ধর্মের অনুসারই হন তবে আপনার ধর্ম কি কখনও শিক্ষা দেয় নি অন্য ধর্মকে সম্মান করা।

নাকি জন্মের পরই নাস্তিক মন মানসিকতা নিয়ে জন্মেছেন।

এরপর সে আমার পোষ্টে আর কোন মন্তব্য করে নি।
324579
০৪ জুন ২০১৫ দুপুর ০৩:৪৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার কথা ঠিক আছে কিন্তু প্রথম তার মন্তব্যের পর আমি যখন তাকে
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনি যেই কাউকে রাজাকার বলতে পারেন আবার মুক্তি যোদ্ধাও বলতে পারেন কারন আপনি তো কোন বিচার করছেন না , আপনার নির্ধারিত সিদ্ধান্তকে কিছুকাল নাটক করে রায় ঘোষনা করছেন।
আলোচনা হলো রোহিংগাদেরকে নিয়ে হটাত আপনার শরীরটা গরম হলো কেন ? এই ব্লগে শরির ঠান্ডা করার মতো তো কেউ নেই অন্য কোথায় চেষ্টা করে দেখতে পারেন
আপানার কালিমা যুক্ত লেখার জন্য ধন্যবাদের পরিবর্তে ঘৃনা দিতে বাদ্ধ হলাম
সে আরো উল্টা মন্তব্য করল
324581
০৪ জুন ২০১৫ দুপুর ০৩:৫৩
আবু জান্নাত লিখেছেন : শুধু নীলাঞ্জনা নয়, এই ব্যক্তির অনেক নিক আছে। মুক্তিযোদ্ধার কন্য, ফুয়াদ পাশা, কেমানিক, মায়াবন বিহারিনী হরিণী ইত্যাদি আরো অনেক।
০৪ জুন ২০১৫ বিকাল ০৪:০৭
266399
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তা থাক । আমাদের আপত্তিতো ইসলামকে এমন অবমাননাকর কথা বলার পর ৯০% মুসলমানদের দেশে বহাল তবিয়তে থাকা " প্রধান মন্ত্রীর মর্যাদার সমানও না আমাদের আল্লাহর " নাউযুবিল্লাহ
324582
০৪ জুন ২০১৫ দুপুর ০৩:৫৬
অবাক মুসাফীর লিখেছেন : আপনি হয়তো মুক্তিযুদ্ধের কন্‌যাকে দেখেন নি... তিনি ছিলেন আরো এক কাঠি উপরে... হয়তো তিনিই নীলাঞ্জনা নামে নতুন আইডি খুলে তার অসাধারণ কর্ম চালাচ্ছেন... যাই হোক, i am missing her so badly.... Tongue
.
.
.
আর এরা কোনো যুক্তির ধার ধারে না, এদের সাথে ত্‌যানা প্‌যাঁচাইলে হুদাই সময় নষ্ট...
০৪ জুন ২০১৫ বিকাল ০৪:০৮
266400
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হ মুসাফির আপনি হাচা কথা বলছেন
324583
০৪ জুন ২০১৫ দুপুর ০৩:৫৮
ছালসাবিল লিখেছেন : ওটা একটি হিজরা Smug
০৪ জুন ২০১৫ বিকাল ০৪:০৮
266401
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck
হুম
324587
০৪ জুন ২০১৫ বিকাল ০৫:০৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগারদের কিছু ত্রুটি আছে..... ওনার বাজে মন্তব্য মডরেটর গুণ প্রকাশ করলেইতো হয়। আমার কোন পোস্টে ইসলাম বিরোধী কোন মন্তব্য এলেই সরাসরি মুছে দিয়।

ব্লগের সম্পাদকে অবচেতনে সরাসরি কোরআন অবমাননা করে পোস্ট দিল সম্পাদক কোন ব্যবস্থা নিলেন না!!!!

আমি পোস্টটি মুছে পেলার জন্য আবেদনও করছিলাম! !!
324590
০৪ জুন ২০১৫ বিকাল ০৫:৩৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি আয়শা
আপনার কথার সাথে একমত
কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো ব্লগার বনে নিজেকে কতটুকু নাস্তিকতার সিমানায় নিতে পারে সেটা দেখানো
324603
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ফালতু দের এড়িয়ে যাওয়া এবং এদের কমেন্ট ডিলিট করাই উত্তম।
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
266432
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
১০ জুন ২০১৫ রাত ১১:০৪
267120
মাজহারুল ইসলাম লিখেছেন : ব্লক করা আরো উত্তম সবুজ ভাই।
324631
০৪ জুন ২০১৫ রাত ০৮:০১
শেখের পোলা লিখেছেন : বেশ কিছুদিন নীলাঞ্জনা ছুটিতে রয়েছে৷ বর্তমান ফুয়াদ পাশা নামে এক জন তার কাজকর্ম দেখাশোনা করছে৷ সকলকে অনুরোধ করব এদের পোষ্ট না পড়ার জন্য আর প্রতিটা কমেন্টে ব্লক করার জন্য৷ এরা অবশ্যই বাড়াবাড়ি করে৷ধন্যবাদ৷
০৪ জুন ২০১৫ রাত ১০:৪১
266524
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা অবশ্ব্যই তাদের লেখা বয়কট করব
জাজাকাল্রাহ
১০
324636
০৪ জুন ২০১৫ রাত ০৮:১৭
আহমেদ ফিরোজ লিখেছেন : এদের নিয়ে পোষ্ট দিলে তাদেরই উপকার। তারচেয়ে পারলে তার কমেন্টের যু্ক্তিসংগত জবাব দিন, নইলে চুপ থাকুন। এরা স্বঘোষিত নাস্তিক। এরা এসব বলবেই।
০৪ জুন ২০১৫ রাত ১০:৪২
266525
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এদের ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য পোষ্টটি দিয়েছি
জাজাকাল্লাহ
১১
324666
০৪ জুন ২০১৫ রাত ০৯:৪৯
ব্লগার শঙ্খচিল লিখেছেন : সবাই ওকে রিপোর্ট করুন , আর যার পোস্টে কমেন্ট করে সে তো ডিলিট করে দিতে পারেন , তা হলেই তো হয়......
০৪ জুন ২০১৫ রাত ১০:৪৩
266526
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
০৫ জুন ২০১৫ দুপুর ১২:৩৮
266751
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আর যার পোস্টে কমেন্ট করে সে ডিলিট করে দিবেন সাথে সাথে , তা হলে ওরা আর মজা লুটতে পারবে না , আমরা ওদের কে নিয়ে লিখি এটাও ওরা নিজেদের কে বাহবা মনে করে
১২
324718
০৫ জুন ২০১৫ রাত ০১:৪৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : "রহিংগা'দের জন্য আপনি হুদাই পেরেশান! ইহুদী-নাসার জাতিসংঘের হাতে-পায়ে ধরে কি হবে? আপনার আল্যা কি করে? সমস্যার কথা তাকে জানান। তবে আপনার আল্যা তো আবার মানুষের দান ভিক্ষা না পেলে ইমাম সাহেবের বেতনও দিতে পারেন্না।"

উনি তো ভুল কিছু বলেন নি। বরংচ, খাস আল্লাহর বান্দা হয়ে রহিঙ্গা সমস্যা নিয়ে আপনারা কুফুরী, মানবরচিত জাতিসংঘের দ্বারস্থ হবেন কেন? আল্লাহ নাকি 'কুল' বল্লেই কামসারা, সব হয়ে যায়। তো, সমস্যাটি আল্লাহ কে জানান দিন। উনি 'কুল' বলবেন আর সব ঠান্ডা হয়ে যাবে। নাকি আল্লার প্রতি আপনাদের ভরসা নেই, তাই জাতিসংঘে যেয়ে বৃথা(হুদাই) দেন দরবার।


"তবে আপনার আল্যা তো আবার মানুষের দান ভিক্ষা না পেলে ইমাম সাহেবের বেতনও দিতে পারেন্না।"

এটিও মিথ্যা কথা না। প্রতি জুম্মাবারে সম্ভবত আপনি নিজেও ২/-টাকা, ৫/-টাকার দানবাক্স নিয়ে ছুটাছুটি করেন।

ধন্যবাদ।
০৫ জুন ২০১৫ দুপুর ১২:৩১
266747
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার পরিচয়টা তা হলে আপনি নিজেই দিলেন যে আপনি একজন নাস্তিক ।
হুদা হুদাই আপনাদের সাথে সময় নষ্ট করছি কারন যেই লোক তার প্রষ্টাকে অস্বীকার করে তার কোন কথার জবাব মনে হয় দেওয়ার থেকে নিজে চুপ থাকাই ভাল
১৩
324795
০৫ জুন ২০১৫ সকাল ০৯:২৭
ইসলামী দুনিয়া লিখেছেন : সম্ভবত সে বিদেশে বসে এসব কথা লিখতেছে। যদি দেশে থাকে তাহলে তারি ঠিকানা কেউ দিতে পারেন?
০৫ জুন ২০১৫ দুপুর ১২:৩৩
266748
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সে বিদেশে থেন থাকবে বলেন , লতিফের মত নাস্তিক যদি দেশে থাকতে পারে তবে এমন ছোট ছোট পান্ডা নাস্তিকরা থাকাতো স্বাভাবিক
আমার কথার জবাব আর একজন নাস্তিক উল্টাপাল্টা দিয়েছে তার নাম ফুয়াদ পাশা
১৪
325180
১১ জুন ২০১৫ দুপুর ০৩:৪৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাইজান নীলাঞ্জনা, ফুয়াদ পাশা কিন্তু একজনই..আর একজন নাস্তিক অনেকগুলো আইডি খুলে রাখছে..নাস্তিকদের কোন ছাড় দেয়া যাবে না,,
১১ জুন ২০১৫ বিকাল ০৪:০১
267255
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File