অজানা পৃথিবীর ৪ অবাক করা তথ্য

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৩ জুন, ২০১৫, ০৭:৫৬:৫০ সন্ধ্যা

১-

মহাবিশ্বে পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রান রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন আমাদের পৃথিবীতে প্রায় ৩ লাখ প্রজাতির উদ্ভিদ , ৬ লাখ প্রজাতির ফান্ঝাই এবং প্রায় ১০ মিলিয়ন প্রজাতির প্রানী রয়েছে।

২-

পৃথিবীর একটি সুপারপাওয়ার রয়েছে , সেটা হচ্ছে পৃথিবীর চারপাশে রয়েছে একটি অদৃশ্য আবরন । গ্যাসের তৈরী এই আবরনটিকে বলা হয় পস্নাজমস্ফিয়ার । এই আবররন মহাকাশের উচ্চগতিসম্পন্ন ইলেকট্রনকে পৃথিবীতে ঢুকতে বাধা দেয় ফলে আমাদের গ্রহ অনেক ক্ষতি থেকে বেচে যায়।

৩-

একটা মজার ঘটনা হলো আমাদের পৃথিবী প্রতিনিয়ত রিসাইকেল হচ্ছে। পৃথিবীর অভ্যান্তরে থাকে উত্তপ্ত ম্যাগনা । ধীরে ধীরে এটি পৃথিবীর উপরের দিকে উঠে আছে এবং একমাগত ঠান্ডা হয়ে কঠিন পাথরে রুপ নেয়। বাতাসে এই সব পাথর ক্ষয়ে যায় ছোট ছোট কনায় পরিনত হয় এবং মাটিতে ফিরে গিয়ে আবার ম্যাগমায় রুপলাভ করে । তারপর আবার একই প্রক্রিয়া শুরু হয়।

৪-

পৃথিবী একদম সঠিক একটা অবস্থানে রয়েছে । পৃথিবী একটু কাত হয়ে একটি অক্ষকে কেন্দ্র করে সুর্যের চারিদিকে প্রদক্ষিন করছে। যদি এই অবস্থানের একটু এদিক সেই দিক হতো তাহাহলে পৃথিবীতে তাপমাত্রা মারাত্বকভাবে পরিবর্তিত হয়ে যেত। এর ফলে পৃথিবীতে প্রান টিকে থাকা কঠিন হয়ে যেত।

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324401
০৩ জুন ২০১৫ রাত ০৮:৩৩
অনেক পথ বাকি লিখেছেন : সত্য জটিল তথ্য দিলেন। আগে কখনো জানতে পারিনি। আল্লাহু আকবার।
০৪ জুন ২০১৫ দুপুর ১২:০৮
266369
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জাজাকাল্লাহ
324403
০৩ জুন ২০১৫ রাত ০৮:৩৯
ছালসাবিল লিখেছেন : Surprised সবাহানাল্লাহী ওয়াবী হামদিহী Day Dreaming আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ Day Dreaming সুবাহানাল্লাহী ওয়াল হামদুলিল্লাহী ওয়া লা হাওলা ওয়ালা কুআতা ইল্লাহ বিল্লাহ Day Dreaming আলহামদুলিল্লাহ Day Dreaming আল্লাহু আকবার Day Dreaming আল্লাহু আকবার কাবিরান Day Dreaming লা ইলাহা ইল্লাল্লাহ Day Dreaming
০৪ জুন ২০১৫ দুপুর ১২:১০
266370
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন
324406
০৩ জুন ২০১৫ রাত ০৮:৪৫
অবাক মুসাফীর লিখেছেন : ১ নং টি সন্দেহাতিত ভাবে প্রমাণিত নয়... পৃথিবীর বাইরেও প্রাণ থাকতে পারে, কোরানও সে ইঙ্গিত দেয়... যতদূর জানি, ২ নং এ, এক ধরণের ইলেক্ট্রোম্‌যাগনেটিক ফিল্ডের জন্‌য এমন হয়... Day Dreaming Day Dreaming
১০ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
267063
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
324440
০৩ জুন ২০১৫ রাত ১০:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবুও আমরা গাফিল সেই মহান সত্বা সম্পর্কে। এত নিখুঁত হিসাব শুধু আকস্মিক হয়ে গেছে সেই বিশ্বাস করানর জন্য জোড় করে তর্ক করতে যাই।
০৪ জুন ২০১৫ দুপুর ১২:১১
266371
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বিজ্ঞানের উন্নতি হবে আর আমরা আরো জানতে পারবো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File