অজানা পৃথিবীর ৪ অবাক করা তথ্য
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৩ জুন, ২০১৫, ০৭:৫৬:৫০ সন্ধ্যা
১-
মহাবিশ্বে পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রান রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন আমাদের পৃথিবীতে প্রায় ৩ লাখ প্রজাতির উদ্ভিদ , ৬ লাখ প্রজাতির ফান্ঝাই এবং প্রায় ১০ মিলিয়ন প্রজাতির প্রানী রয়েছে।
২-
পৃথিবীর একটি সুপারপাওয়ার রয়েছে , সেটা হচ্ছে পৃথিবীর চারপাশে রয়েছে একটি অদৃশ্য আবরন । গ্যাসের তৈরী এই আবরনটিকে বলা হয় পস্নাজমস্ফিয়ার । এই আবররন মহাকাশের উচ্চগতিসম্পন্ন ইলেকট্রনকে পৃথিবীতে ঢুকতে বাধা দেয় ফলে আমাদের গ্রহ অনেক ক্ষতি থেকে বেচে যায়।
৩-
একটা মজার ঘটনা হলো আমাদের পৃথিবী প্রতিনিয়ত রিসাইকেল হচ্ছে। পৃথিবীর অভ্যান্তরে থাকে উত্তপ্ত ম্যাগনা । ধীরে ধীরে এটি পৃথিবীর উপরের দিকে উঠে আছে এবং একমাগত ঠান্ডা হয়ে কঠিন পাথরে রুপ নেয়। বাতাসে এই সব পাথর ক্ষয়ে যায় ছোট ছোট কনায় পরিনত হয় এবং মাটিতে ফিরে গিয়ে আবার ম্যাগমায় রুপলাভ করে । তারপর আবার একই প্রক্রিয়া শুরু হয়।
৪-
পৃথিবী একদম সঠিক একটা অবস্থানে রয়েছে । পৃথিবী একটু কাত হয়ে একটি অক্ষকে কেন্দ্র করে সুর্যের চারিদিকে প্রদক্ষিন করছে। যদি এই অবস্থানের একটু এদিক সেই দিক হতো তাহাহলে পৃথিবীতে তাপমাত্রা মারাত্বকভাবে পরিবর্তিত হয়ে যেত। এর ফলে পৃথিবীতে প্রান টিকে থাকা কঠিন হয়ে যেত।
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন