বঙ্গবন্ধুকে নিয়ে যারা তর্ক করে তারা গর্দভ দুদক কমিশনার
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৫ মার্চ, ২০১৫, ১২:৪০:৩৭ দুপুর
দুর্নীতি দমন কমিশনকে কি দুর্যোগ কমিশন বলব না আওয়ামী কমিশন বলব তার ভাষা খুজে পাচ্ছিনা।
সকল গুরত্বপুর্ন মন্ত্রনালয় যেই ভাবে দলীয় ক্যাডার নিয়োগ দেওয়া শুরু হয়েছে তাতে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যত কোন দিকে যাবে তাহা বলা মুশকিল ।
শুনেন না গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস রচিত হতে পারে না। বঙ্গবন্ধুকে নিয়ে যারা তর্ক করেন তারা গর্দভ। বঙ্গবন্ধু সকল আলোচনার ঊর্ধ্বে।
যেই লোকটা মারা যাওয়ার পর দেশের লোকজন ঘৃনা পোশন করেছে সেই লোকটা কি করে সকল তর্কর উর্ধে হতে পারে? যার জানাযায় ১৭ মতান্তরে ১৮-১৯ জন লোক উপস্থিত হয়েছিল , যার মৃত্যর পরপর তার দলের লোকেরা সরকার গঠন করেছিল এমন কি তার হত্যার বিচার যেন না হয় সেই ব্যাবস্থা করেছিল তাকে নিয়ে কোন তর্ক করা যাবে না ? অর্থাত এই লোকটি সরকারের কেনা গোলাম দুদকের ঘাড়ে চেপে বসাইয়াছে।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জালিম সরকারের সকল ষড়যন্ত্র থেকে মাহফুয করুক।
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন