বেগম খালেদা জিয়া....!!! জামায়াত শিবির থেকেই শিক্ষা নিন!! একটা ভূল সিন্ধাতের জন্য এত মাসুল দিতেই হচ্ছে!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ মার্চ, ২০১৫, ০৪:১৪:৪৫ বিকাল
বেগম খালেদা জিয়া....!!! জামায়াত শিবির থেকেই শিক্ষা নিন!! একটা ভূল সিন্ধাতের জন্য এত মাসুল দিতেই হচ্ছে!!
আপনার স্বামী জিয়াউর রহমান মরহুম এই দেশের মানুষের জন্যে অনেক কিছুই করেছেন। জাতী সবসময় জিয়াউর রহমানের কর্মের প্রশংসা করে।
আপনিও অনেক ভাল ভাল কাজ করেছেন , কিন্তু একটি ভাল সিদ্ধান্ত নিতে আপনি দেরী করে ফেলায় আজ আপনার জন্যে খুব কষ্ট হয়।
ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আযমি শুধুমাত্র , অধ্যাপক গোলাম আযম স্যারের ছেলে হওয়ায় উনাকে ( সেনা প্রধান ) জেনারেল হিসেবে নিয়োগ দিলেন না।
আর উনাকে ডিঙ্গিয়ে মঈনুদ্দিন আহমেদকে মেজর জেনারেল করলেন। এটিও নিষেধ করেছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা. কিন্তু আপনি শুনেননি।
আজ সব ঘটনার মূল কেন্দ্র কিন্তু সেই মঈনুদ্দিন। পরিণতি ঠিকই অনুভব করতে পারছেন। আর আপনার ছেলে তারেক রহমান তখন সরকারি খালি পোস্টে কোন লোক নিয়োগ করতে দেয়নি। সেদিন বলেছিল এখন খালি পোস্টে নিয়োগ দিলে সব "শিবির" ঢুকবে..!! আর এসব আপনার আশে পাশে ঘুরঘুর করা ডিগবাজ দালালরাই করেছে। আজও উরাই আপনাকে এত বিপদে ফেলছে। কিন্তু পাশে কেউ নেই।
যারা থাকত তাদের আপনি বিশ্বাস করেননি। কিন্তু সেদিন যদি আপনি আর আপনার ছেলে জাতির শ্রেষ্ঠ সন্তান জামায়াত- শিবিরকে বিশ্বাস করতেন আজ আপনি অনেক সম্মানিত হতেন।
বিষয়: রাজনীতি
১৩৯২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটার খেসারত হয়ত আজীবনই দিতে হবে তাদেরকে।
মন্তব্যের জবাবটা মন্তব্যের ঘরে হয়ে গেছে, তাই কপি-পেস্ট করে দিলাম!
২০০৮ এর নির্বাচনে জামায়াত কয়টা আসন পেয়েছিল ?
বহুদলীয় গনতন্ত্রের প্রচলন ঘটিয়ে জিয়াই জামায়াতকে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল ।
এতই যখন জামায়াতের ইনফ্লুয়েন্স তাহলে নিজেরা একা নামে না কেন নির্বাচনের মাঠে ?
জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট,
"হামবড়া"র জন্য কিল-ঘুষিতেও কাজ হয়না!!
উচিৎ ছিল, আওয়ামীলীগকে সার্পোট
দেওয়া। যেহেতু দুটোই বাতেল দল। তারপর
লং টাইম চিন্তা করা ঠিক ছিল। এর জন্য
উচিৎ ছিল,জামাতের একটা বিশেষ টিম তৈরী
করা। যারা আউট সাইট পার্টি নিয়ে চিন্তা করবে। ভবিষতে কি কি বাধার সম্মুখিন হবে?
এই টিম হবে, জামাতের কার্য্যকরী পরিষদের
থেকে আলাদা। যারা, তাদের মতামতকে জামাতের কার্য্যকরী পরিষদে জানাবে। যারা সারা বিশ্বের ইসলামী আন্দোলন নিয়ে চিন্তা করে। তাদের এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে। একটা মডেলিং টিমের শাখা খোলা যেতে পারে। নট টু লেইট।
বাইরের পরামর্শ বা দলের ভেতরেই দূরদৃষ্টিসম্পন্ন ভিন্নমত গ্রহনে কিছু দুর্বলতা বা সীমাবদ্ধতা,যা-ই বলা হোক, জামায়াতের জন্য ওপেন সিক্রেট!
বিশবছর আগে আল্লামা ইউসুফ কারদ্বাভী যা যা বলে গেছিলেন আজ তার মোকাবিলা করতে হচ্ছে, কিন্তু তাঁর পরামর্শমত প্রস্তুতিগুলো তেমন হয়নি; হয়তো ততটা গুরুত্ব-ই দেয়া হয়নি! আল্লাহতায়ালাই ভালো জানেন!
দোয়া করেন আল্লাহ যেন সকল ভাইকে হেফাযত করেন
অত্যান্ত পুরানো দল। তাদের পড়াশুনা রয়েছে।
যথেষ্ট। সারা বিশ্বের ইসলামী আন্দোলন সম্পর্কে মোটামুটি ভাল ধারনা রয়েছে। মনসুর আহামেদ ভাই এর সাথে একমত। জামাত, শিবির, ইসলামী ছাএী সংস্থা এদের বিশেষজ্ঞ টিম থাকা দরকার। কার্য্যকরী পরিষদ ছাড়াও। জ্ঞান এবং প্রজ্ঞার ভিত্তিতে এই টিম করা যেতে পারে। পরে এদের সম্বনয়ে আরেকটা টিম করা যেতে পারে। যারা কার্য্যকরী পরিষদে আগাম জানিয়ে দিবে। কার্য্যকরী পরিষদ ফোরামে আলোচনা করে,ডিসিশন নিবে। যদি সমাজ ব্যবস্থা জটিল।
মন্তব্য করতে লগইন করুন