বেগম খালেদা জিয়া....!!! জামায়াত শিবির থেকেই শিক্ষা নিন!! একটা ভূল সিন্ধাতের জন্য এত মাসুল দিতেই হচ্ছে!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ মার্চ, ২০১৫, ০৪:১৪:৪৫ বিকাল

বেগম খালেদা জিয়া....!!! জামায়াত শিবির থেকেই শিক্ষা নিন!! একটা ভূল সিন্ধাতের জন্য এত মাসুল দিতেই হচ্ছে!!

আপনার স্বামী জিয়াউর রহমান মরহুম এই দেশের মানুষের জন্যে অনেক কিছুই করেছেন। জাতী সবসময় জিয়াউর রহমানের কর্মের প্রশংসা করে।

আপনিও অনেক ভাল ভাল কাজ করেছেন , কিন্তু একটি ভাল সিদ্ধান্ত নিতে আপনি দেরী করে ফেলায় আজ আপনার জন্যে খুব কষ্ট হয়।

ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আযমি শুধুমাত্র , অধ্যাপক গোলাম আযম স্যারের ছেলে হওয়ায় উনাকে ( সেনা প্রধান ) জেনারেল হিসেবে নিয়োগ দিলেন না।

আর উনাকে ডিঙ্গিয়ে মঈনুদ্দিন আহমেদকে মেজর জেনারেল করলেন। এটিও নিষেধ করেছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা. কিন্তু আপনি শুনেননি।

আজ সব ঘটনার মূল কেন্দ্র কিন্তু সেই মঈনুদ্দিন। পরিণতি ঠিকই অনুভব করতে পারছেন। আর আপনার ছেলে তারেক রহমান তখন সরকারি খালি পোস্টে কোন লোক নিয়োগ করতে দেয়নি। সেদিন বলেছিল এখন খালি পোস্টে নিয়োগ দিলে সব "শিবির" ঢুকবে..!! আর এসব আপনার আশে পাশে ঘুরঘুর করা ডিগবাজ দালালরাই করেছে। আজও উরাই আপনাকে এত বিপদে ফেলছে। কিন্তু পাশে কেউ নেই।

যারা থাকত তাদের আপনি বিশ্বাস করেননি। কিন্তু সেদিন যদি আপনি আর আপনার ছেলে জাতির শ্রেষ্ঠ সন্তান জামায়াত- শিবিরকে বিশ্বাস করতেন আজ আপনি অনেক সম্মানিত হতেন।

বিষয়: রাজনীতি

১৩৯২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310844
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:২১
হতভাগা লিখেছেন : বিএনপি তো ভুল করেছে সেদিন যেদিন তারা চিন্হিত রাজাকারদেরকে জাতীয় পতাকাবাহী গাড়ি দিয়েছিল ।

এটার খেসারত হয়ত আজীবনই দিতে হবে তাদেরকে।
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
251885
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মন্তব্যের জবাবটা মন্তব্যের ঘরে হয়ে গেছে, তাই কপি-পেস্ট করে দিলাম!

মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বিএনপিকে সেই পতাকা লাগানোর ক্ষমতাটাও কিন্তু এই রাজাকারা দিয়েছিল সেটা ভুলেন না । যদি জামায়াত সেই দিন সমর্থন না দিত তবে বিএনপি নিজেরাইতো পতাকা লাগাতে পারতো না অন্যের কথাতো দুরে, তাই না
310846
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:২৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বিএনপিকে সেই পতাকা লাগানোর ক্ষমতাটাও কিন্তু এই রাজাকারা দিয়েছিল সেটা ভুলেন না । যদি জামায়াত সেই দিন সমর্থন না দিত তবে বিএনপি নিজেরাইতো পতাকা লাগাতে পারতো না অন্যের কথাতো দুরে তাই না
২৪ মার্চ ২০১৫ রাত ০৯:৪৪
251931
হতভাগা লিখেছেন : সে সময়ে জামায়াত পেয়েছিল ১৮ টা সিট , ৪ দলীয় জোট পেয়েছিল ২২৩ টা সিট । ১৮ টা বাদে বাকীগুলো কারা পেয়েছিল ?

২০০৮ এর নির্বাচনে জামায়াত কয়টা আসন পেয়েছিল ?

বহুদলীয় গনতন্ত্রের প্রচলন ঘটিয়ে জিয়াই জামায়াতকে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল ।

এতই যখন জামায়াতের ইনফ্লুয়েন্স তাহলে নিজেরা একা নামে না কেন নির্বাচনের মাঠে ?

310850
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট,
"হামবড়া"র জন্য কিল-ঘুষিতেও কাজ হয়না!!
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৭
251862
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক বলেছেন ভাই
310875
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
মনসুর আহামেদ লিখেছেন : এক সময় আওয়ামীলীগও গিয়েছিল জামাতের কাছে। এই ফাকে বামপন্থীরা টুকে গিয়েছিল,আওয়ামীলীগের কাধেঁ।
উচিৎ ছিল, আওয়ামীলীগকে সার্পোট
দেওয়া। যেহেতু দুটোই বাতেল দল। তারপর
লং টাইম চিন্তা করা ঠিক ছিল। এর জন্য
উচিৎ ছিল,জামাতের একটা বিশেষ টিম তৈরী
করা। যারা আউট সাইট পার্টি নিয়ে চিন্তা করবে। ভবিষতে কি কি বাধার সম্মুখিন হবে?
এই টিম হবে, জামাতের কার্য্যকরী পরিষদের
থেকে আলাদা। যারা, তাদের মতামতকে জামাতের কার্য্যকরী পরিষদে জানাবে। যারা সারা বিশ্বের ইসলামী আন্দোলন নিয়ে চিন্তা করে। তাদের এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে। একটা মডেলিং টিমের শাখা খোলা যেতে পারে। নট টু লেইট।
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
251888
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ওমনটা করলে অবশ্ব্য ভাল হয়
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
251893
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বাইরের পরামর্শ বা দলের ভেতরেই দূরদৃষ্টিসম্পন্ন ভিন্নমত গ্রহনে কিছু দুর্বলতা বা সীমাবদ্ধতা,যা-ই বলা হোক, জামায়াতের জন্য ওপেন সিক্রেট!

বিশবছর আগে আল্লামা ইউসুফ কারদ্বাভী যা যা বলে গেছিলেন আজ তার মোকাবিলা করতে হচ্ছে, কিন্তু তাঁর পরামর্শমত প্রস্তুতিগুলো তেমন হয়নি; হয়তো ততটা গুরুত্ব-ই দেয়া হয়নি! আল্লাহতায়ালাই ভালো জানেন!
310879
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হটাত এমন একটা পরিস্থিতি আসবে কে জানে ভাই ।
দোয়া করেন আল্লাহ যেন সকল ভাইকে হেফাযত করেন
310887
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
গ্রীণ ওয়ে লিখেছেন : তবে একটা বিষয় আমার চিন্তা আসে জামায়াত তার আগামী ঠিক কতটুকু চিন্তা করে রেখেছে। তার শুত্রু দল কে হবে (গোপনে)তার মিত্র কে হবে। আরো কাকে কাকে নিয়ে চিন্তা করা যায়। আর কোন কোন দল তার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। ইত্যাদি।
310893
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জনাব ভাই জামায়াত অবশ্ব আগে ভাগেই চিন্তা করে কিন্তু বাস্তবতার আলোকে নিজেরা জঠিল কোন সিদ্ধান্তে নেওয়ার মতো শক্তি হয়নি ।
310903
২৪ মার্চ ২০১৫ রাত ০৯:১৯
স্বপন২ লিখেছেন : মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ভাই, জামাত
অত্যান্ত পুরানো দল। তাদের পড়াশুনা রয়েছে।
যথেষ্ট। সারা বিশ্বের ইসলামী আন্দোলন সম্পর্কে মোটামুটি ভাল ধারনা রয়েছে। মনসুর আহামেদ ভাই এর সাথে একমত। জামাত, শিবির, ইসলামী ছাএী সংস্থা এদের বিশেষজ্ঞ টিম থাকা দরকার। কার্য্যকরী পরিষদ ছাড়াও। জ্ঞান এবং প্রজ্ঞার ভিত্তিতে এই টিম করা যেতে পারে। পরে এদের সম্বনয়ে আরেকটা টিম করা যেতে পারে। যারা কার্য্যকরী পরিষদে আগাম জানিয়ে দিবে। কার্য্যকরী পরিষদ ফোরামে আলোচনা করে,ডিসিশন নিবে। যদি সমাজ ব্যবস্থা জটিল।
310912
২৪ মার্চ ২০১৫ রাত ০৯:৫৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বর্তমানের তিক্ত অভিজ্ঞতার আলোকে ইনশাআল্লাহ ভবিষ্যতে সকল ধরনের চ্যালেন্ঞ মুকাবেলা করার মতো বিভিন্ন পদক্ষেপ নিবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File