প্রতিপক্ষের বিরুদ্ধে আওয়ামী লীগ অনবরত মিথ্যা বলতে পারে কিন্তু নিজেদের বিরুদ্ধে একটি সত্য কথাও সৈহ্য করতে পারেনা। বাঙ্গালির অনেক দুঃখের মধ্যে সবচেয়ে বড় দুঃখ এটি।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০২ ডিসেম্বর, ২০১৪, ১২:১২:৩৬ রাত
প্রতিপক্ষের বিরুদ্ধে আওয়ামী লীগ অনবরত মিথ্যা বলতে পারে কিন্তু নিজেদের বিরুদ্ধে একটি সত্য কথাও সৈহ্য করতে পারেনা। বাঙ্গালির অনেক দুঃখের মধ্যে সবচেয়ে বড় দুঃখ এটি।
আওয়ামী লীগের অবস্থা হয়েছে গ্রামের পাগলের মতো। এরা বিশ্বব্যাংকে কখনও পায়ে ধরে ,কখনও গোলামের পুত বলে গালি দেয়। খোদ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রীকে বলে দুই আনার মন্ত্রী। তাদের রাষ্ট্রদূতকে ডাকে কাজের বুয়া ।
তাদের দাবি মতই ত্রিশ লাখ মানুষ স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছেন অর্থাত মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আপনার ঈমান থাকলে মনে প্রানে বিশ্বাস করতে হবে যে দেশের প্রতি ২৫ জন মানুষের মধ্যে তখন একজন নিহত হয়েছিল।
অথচ এতবড় হত্রাকান্ডের মধ্যেও আওয়ামী লীগের শ কয়েক কেন্দ্রীয় নেতাদের মধ্যে থেকে কেউ ছিল না । তাদের দলীয় কয়েকশ এমএনএ ও এমপি এদের মধ্যে কেউ এই তালিকায় ছিলেন না।
এদের অনেকে স্বপক্ষ ত্যাগ করে রাজাকার হয়েছিল কিন্তু কেউ মুক্তিযুদ্ধে বা ক্রস ফায়ারে পড়ে শহীদ হননি। যতদুর জানা গেছে জেলা পর্যায়ের বা থানা পর্যায়ের কোন উল্লেখযোগ্য নেতাও শহীদের এই বিশাল তালিকাটিতে স্থান করে নিতে পারেনি।
কারন একটাই যুদ্ধের তপ্ত ময়দান থেকে আপন আপন জান বাচিয়ে এই চাচাগন সবাই নিরাপদ দুরুত্বে ছিলেন।
জনগনের এই অভিব্যাক্তিটিই ফুটে উঠেছে বেগম খালেদা জিয়ার বক্তৃতায়। তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে সমস্ত আওয়ামী মেশিনারিজ।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
এই না হলে লীগ!!!
সুন্দর যুক্তিময় উপস্হাপনায় অনেক ধন্যবাদ......
মন্তব্য করতে লগইন করুন