বিশ্বের প্রবীণতম বৃদ্ধ 'আমি মরার আশা ছেড়ে দিয়েছি' : ১৭৯ বছরের বৃদ্ধ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ নভেম্বর, ২০১৪, ১১:৩১:৪৩ সকাল

তাঁর নাতি-নাতনিরাও কেউ এখন আর বেঁচে নেই। অথচ মৃত্যু তাঁকে স্পর্শ করেনি। আক্ষেপ করে ১৭৯ বছরের বৃদ্ধ বলেন, ‘যমে বোধহয় আমাকে নিতে ভুলে গিয়েছে।’ শুধু ভারত কিংবা বিশ্বেরই নয়, সমগ্র মানবজাতিতে ১৭৯ বছরের এই বৃদ্ধই নাকি প্রবীণতম! তাঁর নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও।

মহাস্টা মুরেসির জন্ম ১৮৩৫ সালে, ভারতের বেঙ্গালুরুতে। এমনটাই দাবি ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট ডট কমের। তবে এ খবরের সত্যতা কতটা, তা তর্কযোগ্য।

ওয়েবসাইটির আরও দাবি, মুরেসি নাকি এখন দুঃখ করে বলেন, ‘আমার চোখের সামনে আমার নাতি-নাতনিরা মারা গিয়েছে। কিন্তু আমাকে মৃত্যু গ্রাস করেনি। আমি তাই মরার আশা ছেড়ে দিয়েছি।’ - সূত্র : কলকাতা ২৪

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285452
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৪
মামুন লিখেছেন : বিশ্বাস করা গেলো না।
ধন্যবাদ আপনাকে।
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
228791
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কি আর করা । ইন্ডিয়ার একটি নিউজ পেপারের মাধ্যমে প্রাপ্ত খবর এটা
285457
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : গতকাল পড়লাম। আল্লাহ নোস বেষ্ট
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
228792
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বুঝিতে একটু কষ্ট হইলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File