সৌদিআরবে এবছর জাকাতের পরিমান ২৫ বিলিয়ন রিয়াল

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ নভেম্বর, ২০১৪, ০৪:১৩:৩২ বিকাল

সৌদিআরবে এ বছর জাকাত থেকে আয়ের পরিমান ২৫ বিলিয়ন রিয়ালে পৌছেছে । আর জাকাত দেয়ার হার বাড়ছে বছরে ১৫ থেকে ২০ ভাগ হারে।

দেশটির কর ও জাকাত বিভাগের মহাপরিচালক ইব্রাহিম আল-মুফলেহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান গত বছর দেশটিতে আয়কর আদায়ের পরিমান ছিল সাড়ে ১১ বিলিয়ন এবং জাকাতের পরিমান ছিল সাড়ে ১৩ বিলিয়ন রিয়াল।

রোববার এক সাংসাদিক সম্মেলনে ইব্রাহিম আল-মুফলেহ জানান জাকাত নিয়ে মিনায় পজ্ঞমবারের মত বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামিকাল মঙ্গলবার। এ সম্মেলনে কিভাবে আরো জাকাত আদায় ও জাকাত দাতারা তা দিতে আগ্রহী হয়ে উঠেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্টানগুলো অংশ নেবে। উন্নয়নে জাকাতের অর্থ কিভাবে ব্যাবহ করা যায় তা নিয়ে ও আলোচনা করবেন বিশেষজ্ঞরা

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283002
১০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এভাবে যদি আমাদের দেশের ধনিরা যাকাত আদায় করতেন!!!
সৈীদি ধনিরা অনেক অর্থ অপচয় করেও অনেক যাকাত আদায় করেন কিন্তু আমাদের দেশের বেশিরভাগ ধনিই কেবল অপচয়ই করেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File