কামারুজ্জামানের ফাঁসি স্থগিত চান জাতিসংঘের দুই বিশেষজ্ঞ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ নভেম্বর, ২০১৪, ০১:২১:৫০ দুপুর
জাতিসংঘের দুইজন মানবাধিকার বিশেষজ্ঞ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন- সামারি এক্সিকিউশনবিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোটিয়ার ক্রিস্টফ হেইনস এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র্যাপোটিয়ার গ্যাব্রিয়েলা নাউল।বিবৃতিতে তারা কামারুজ্জামানের ফাঁসির দণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা এবং যথাযথ প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে জাতিসংঘের এই দুই বিশেষজ্ঞ বলেছেন, ‘যেসব দেশে মৃত্যুদণ্ড বাতিল করা হয়নি, সেসব দেশে কাউকে সর্বোচ্চ এই সাজা দিতে হলে তা দিতে হবে স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন বিচারের মাধ্যমে।’
ক্রিস্টফ হেইনস ও নাউল বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির ক্ষমা চাওয়ার অথবা সাজা কমানোর আবেদন করার অধিকার রয়েছে।’
বিষয়: বিবিধ
৮৬২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হেইনস্ নাউল বলে কত জল
একজন খুনী ডাকাতের ফাঁসি হলে,ওর পক্ষে কেউ ওদের শরনাপন্ন হলে ফাঁসি রহিতকরণে বিবৃতি দিবে।
শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ। তাই এসব কাজে দিবেনা। এসব লাইনে সময় নষ্ট না করে
জানাযা প্রস্তুতি নেয়াই ভালো। বিশ্বমানবাধিকারীরা ইসলাম বিরুদ্ধ আয়োজনে ব্যস্ত,শরীয়া আইনে কিসাসের বিরুদ্ধেও ওরা বিবৃতি দেয়।
ধন্যবাদ।।
মন্তব্য করতে লগইন করুন