নির্ধারিত সময়ের আগেই কামারুজ্জামানকে ফাঁসি দেয়া হতে পারে’

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ নভেম্বর, ২০১৪, ০২:২৩:০৪ দুপুর



নির্ধারিত সময়ের আগেই ফাঁসি দেয়া হতে পারে বলে পরিবারের সদস্যদের জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। তবে তিনি বিচলতি নন জানিয়ে পরিবারের সদস্যদেরও চিন্তা না করে আল্লাহর ওপর ভরসা করার কথা বলেছেন।

সকালে তার সাক্ষাৎ করে এসে কামারুজ্জামানকে উদ্বৃত করে তার বড় ছেলে ইকবাল হাসান ওয়ামী এসব কথা বলেন। তিনি জানান, রায় প্রসঙ্গে কামারুজ্জামান বলেছেন, আমি কোন অপরাধী নই। প্রমাণের ভিত্তিতে নয়, রূপকথার ভিত্তিতে রায় দেয়া হয়েছে। এটি একটি রূপকথার গল্প। এটি ন্যায়ভ্রষ্ট রায়। আমার ওপর যারা জুলুম করেছে তাদের বিচার একদিন হবেই।

কামারুজ্জামান প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা জানতে চাইলে ওয়ামী বলেন, এটি তার ব্যক্তিগত বিষয়। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে তিনি তার সিদ্ধান্ত জানাবেন।

কামারুজ্জামান সুস্থ আছেন বলেও জানান ছেলে ওয়ামী।

পরিবারের সদস্যদের সাক্ষাতের বিষয়ে কামারুজ্জামানের আইনজীবী এডভোকেট শিশির মুহাম্মদ মনির বলেন, এটি তাদের নিয়মিত সাক্ষাৎ। কারা কর্তৃপক্ষ তাদের সাক্ষাতের জন্য ডাকেনি।

বুধবার সকাল ১০টায় কারা কর্তৃপক্ষের অনুমতি পেয়ে কামারুজ্জামানের পরিবারের ৯ সদস্য জেলের ভেতরে যান। এ সময় তারা কামারুজ্জামানের সঙ্গে প্রায় পৌনে একঘণ্টা সময় কাটান। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন স্ত্রী নুরুন্নাহার, চার ছেলে, ভাই ও এক মেয়ে।

এর আগে ফাঁসির দ-প্রাপ্ত আসামি কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করে তার পরিবার। মঙ্গলবার দুপুরে কামারুজ্জামানকে কাশিরপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281477
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৭
কাহাফ লিখেছেন :
ওদের উদ্দেশ্যই তো বিচারের বাহানা করে মিথ্যা অভিযোগে নেতৃবৃন্দের হত্যার মাধ্যমে ইসলামী আন্দোলন কে ধ্বংশ করা!
স্বৈরাচার-দুরাচাররা আইন কখনো মানে না!!
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩০
225064
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওরা যদি মনে করে থাকে জামায়াতে ইসলামীর ১৫-২০ জনকে হত্যার মাধ্যমে জামায়াতকে ধ্বংস করবে তবে তাদের ধারনা ভুল । ইনশাআল্লাহ জামায়াত তাদের মনজিলে যেতে পারবে
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩০
225065
লজিকাল ভাইছা লিখেছেন : ১০০% একমত
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৩
225068
কাহাফ লিখেছেন :
সত্যের অমোঘ বিধান ওরা ভুলে যায় বার বার!!
শাহাদাতের রক্তপিচ্ছিল পথ বেয়েই এগিয়ে যাবে মন্জিলে মাক্বসুদে ইসলামী আন্দোলন! ইনশা আল্লাহ!!Good Luck Good Luck
281488
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আইনের নামে হত্যা হচ্ছে। সেখানে সময় আর কি বিবেচনার!!
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৮
225083
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহর হাতে সপর্দ করাই আমাদের কাম । দোয়া করি আল্লাহ যেন আমাদের নেতাকে হেফাযত করেন
281527
০৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
আমি মুসাফির লিখেছেন : জুডিসিয়াল কিলিং বলতে যা বুঝায় তাই হচ্ছে । আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করে দিবে ্
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
225268
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা আল্লাহর ফায়সালার উপর নির্ভর করছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File