নিজামীর ফাসির রায়কে বিরল ঘটনা বলে মন্তব্য করেছে আজকে প্রকাশিত দ্যা ইকোনমিস্ট পত্রিকা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩১ অক্টোবর, ২০১৪, ০৬:৩২:৩৩ সন্ধ্যা
জামায়াত নেতা মওলানা মতিউর রহমান নিজামীর পুনরায় মৃত্যদন্ডকে বিরল বলে আখ্যায়িত করেছে বিশ্ববিখ্যাত ব্রিটিশ সাময়িকি দ্যা ইকোনমিস্ট পত্রিকা।
সেই সঙ্গে যে ট্রাইবুনালে নিজামীর ফাসির দন্ডাদেশ দেওয়া হয়েছে সেটিকে বাংলাদেশের নিজস্ব স্টাইলে তৈরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হিসেবে ও উল্লেখ করা হযেছে।
শুক্রবার ইকোনমিস্ট অনলাইন সংস্করনে পলিটিক্স অ্যান্ড পাস্ট ইন বাংলাদেশের ডায়ালিং ডাউন শিরোনামে এক প্রতিবেদনে এসর কথা বলা হয় শনিবার প্রতিবেনটি ইনোনমিস্টের মুদ্রন সংস্করনে প্রকাশিত হবে।
ইকোনমিস্টেট্রির ওই প্রতিবেদনে বলা হয় কোন অপরাধীকে দুইবার মৃত্যদন্ড দেয়ার ঘটনা বিরল।
গত ২৯শে অক্টোবর বাংলাদেশের নিজস্ব স্ট্রাইলে তৈরী করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দেশটির প্রধান ইসলামিক দল জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীকে এই মৃত্যদন্ড দিয়েছে।
গত জানুয়ারীতেও মতিউর রহমান নিজামীকে দশ ট্রাক অস্রমামলায় অভিযুক্ত করে একটি ফৌজদারি আদালতে মৃত্যুদন্ডাদেশ দেন।
বিষয়: রাজনীতি
১২৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন