চামচামি কাকে বলে দেখেন ।গনধোলাইর কথা শুনুন

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩১ অক্টোবর, ২০১৪, ১২:৪২:২১ রাত



বাংলাদেশের বামফ্রন্ট নামের ভুইফোড় সংগঠরেন চেয়ারম্যান লায়ন ডাঃ সামাদ নামের এক নাস্তিককে আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গনধোলাই দিয়েছে ৮০ টাকায় তিন ঘন্টা করে ভাড়ায় খাটা মানবন্ধনে অংশ নেয়া লোকজন।

আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অন্যায় ফাসির আদেশের বিরুদ্ধে জামায়াত শিবিরের হরতাল মুকাবেলায় মানবন্ধনে অংশ নেয়া ২২ জনের প্রত্যেকেই কাচা তরকারির ফেরিরআলা।

গনধোলাইর পর সাংবাদিকদেরকে ডাঃ সামাদ বলেন আমার কাছে নগদ টাকা না থাকাতে বিকাশের মাধ্যমে টাকার ব্যাবস্থা করেছিলাম কিন্তু তার আধা ঘন্টা অপেক্ষা করেই আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার উপর অতর্কিত আক্রমন করেছে ।

উল্লেখ্য তথাকথিত মানবতা বিরোধী অপরাধ আদালতে বন্দীদের দ্রুত রায় ঘোষনা এবং যাদের রায় ঘোষনা হয়েছে তাদের রায় অবিলম্বে কার্যকরের দাবিতে আয়োজিত তরকারি ফেরিআলাদের বিশাল ? এই মানববন্ধনে আওয়ামীলিগের কয়েকজন মন্ত্রী-এমপির উপস্থিত থকার কথা ছিল। কিন্তু পুরো প্রেসক্লাবে লোকে লোকারন্য? ফেরিআলা ২২ জন+ চেয়াম্যান ১ জন= মোট ২৩ জন হয়ে যাওয়ায় এত লোকের সামনে কিভাবে বক্তৃতা করবেন মন্ত্রী-এমপিরা সেই প্রস্তুতি না থাকায় ভয়ে তাদের কেউ আসেনি।

টাকার ব্যাগ আসেনি বলে ডাঃ সাবের নিজের ইনকাম দুরে থাক মাঝখানে থেকে বেচারা খাইলো রাম একখান গনধোলাই।

জয়বাংলা -ধোলাই সামলা।

বিষয়: বিবিধ

১২৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279902
৩১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৯
আয়নাশাহ লিখেছেন : গণ ধোলাই এর খবরটাও পেতাম না যাদি এখন গণ মানুষের মিডিয়া ব্লগ বা ফেসবুক না থাকতো।
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১০:০১
223565
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই
279924
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৬
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৫
223588
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
279974
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৮
অচেনা লিখেছেন : এ রকম ই হয়।
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২১
223625
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই
279984
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৬
অনেক পথ বাকি লিখেছেন : আচ্ছামত দিয়েছে । ভালোই করেছে Thumbs Up
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৬
223673
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File