খবিশকে খবিশই বলতে হবে" অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীরাই আজ বিরোধী দলের ভুমিকায় যেন সরকারকে বিপদে ফেলছে!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ অক্টোবর, ২০১৪, ১২:২৩:৫৪ রাত
বর্তমান অবৈধ সরকারের সব অবৈধ মন্ত্রীরা যেন বিরোধী দলের ভুমিকায় নেমেছে।
অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত তো কথায় কথায় বলে অল রাবিশ আর একজন মন্ত্রী বলেন সব সাংবাদিকরা খবিশ।
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দেশটা যেন তাদের একার পৈতৃক সম্পত্তির মতো। কারো মুখে কোন লাগাম নাই । সমালোচনা করতে শুরু করলে বিরোধী দলের এমন সমালোচনা করে যে মনে হয় বর্তমান সরকার ধোয়া তুলসিপাতার মতো । তাদের কোন অপরাধ নাই বা কখনো কোন অপরাধ করেনি।
আর যখনই ধলের বিড়াল ম্যাও করে বের হয়ে যায় ওমনি দেখা যায় সরকারী সম্পত্তি যাহা আছে সব কিছুকে লুটেপুটে নিজের করার জন্য যতরকম অন্যায়,জোর জবরদস্তি করার তাহা করতে পিছ পা হয়নি।
কালো বিড়াল খ্যাত সুরনজ্তি সেন রেলের কালো বিড়াল বের করতে গিয়ে নিজেই কালো বিড়াল হয়ে রেল মন্ত্রনালয় থেকে অপমান অপদস্ত হয়ে বের হতে হলো। তার কাছে পাওয়া যায় অবৈধ ৭০ লক্ষ টাকা।
লতিফ সিদ্দিকীর হুংকার দেয় বিরোধী দলের আন্দোলনের কর্মিদেরকে ঘরে ঢুকে হত্যা করো তারপরেও বহাল তবিয়তে মন্ত্রীত্ব করেছে অনেক দিন।
অবশেষে জয় বাবার ( জাতীর নাতির) সমালোচনা করে আজ তার অবৈধ সম্পদের ফিরিস্তি সংবাদ মাধ্যমের হেড লাইন হয়।
সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী সংবাদিকদেরকে খবিশ বলে বিতর্কর ঝড় তুলেও বহাল তবিয়তে মন্ত্রীত্ব করছে ।অথচ সত্য বক্তব্য দিতে গিয়ে সরকার দলিয় এমপি সরকারের দরবেশ বাবার রোষানলে পড়ে জেলে যেতে হয়েছে অবশেষে পরবর্তিতে আর এমপির নমিনেশন টাও পেলনা গোলাম মাওলা রনি।
সমাজকল্যান মন্ত্রী ধুমপান বিষয়ক অনুষ্টানে বক্তব্য দিতে গিয়ে জনসম্মুখে ধুমপান করে সমালোচনার ঝড় তুলেছেন ।
সাংবাদিকরা তাকে এই ধুমপানের বিয়য়ে প্রশ্ন করলে সে বলে আমি ধুমপান করি বলে লোকজনকে কি তাহা করতে বলেছি।
সৈয়দ আশরাফুল ইসলাম এলজিআরডি মন্ত্রী কোন এক জনসভায় বলেন যে আমি হিন্দু ও না মুসলিম না আমি মানুষ।
এই রকম হাজার হাজার প্রমান দিয়ে বর্তমানের অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীরা দেশটাকে গরম করতেছে।
কেন জানি আমার মনে হয় এটাও সরকারের একটা কুটকৌশল হতে পারে। দেশের লোকজন যেন তাদের কর্মের ব্যাপারে কোন গঠনমুলক সমালোচনা না করতে পারে। সেই সমালোচনাটার মোড় ঘুরানের জন্য একটা অহেতুক কথা বলে লোকজনকে ব্যাস্ত রাখা ।
ইনশাআল্লাহ আপনাদের কোন ষড়যন্ত্র আর বেশি দিন টিকবে না যেমন টিকেনি এরশাদের স্বৈরতান্ত্রিক ষড়যন্ত্র ।
আমরা দেশের লোকজন অপেক্ষায় আছি আপনাদের করুন পরিনতি দেখার জন্য।
বিষয়: রাজনীতি
১১৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন
আমরা দেশের লোকজন অপেক্ষায় আছি আপনাদের করুন পরিনতি দেখার জন্য।
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন