ফরমালিন যুক্ত সরকারের ফরমালিন যুক্ত মন্ত্রী কাঠালি লতিফ সিদ্দিকি। তার নামের সাথে সিদ্দিকি বলাটাও অপরাধ হবে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০২ অক্টোবর, ২০১৪, ১২:২১:৩৪ রাত
লেজে গোবরে যেন একাকার হয়ে গেছে বাংলাদেশের শাষকগুষ্টির।
যুক্তিবাদীর সেই ওয়াজকে মনে করতে হয় বেয়াই বাড়ীর কাঠাল আর তরমুজ পাকানোর কিচ্চা । কাঠাল না পাকলে আগের যুগে বা প্রামান্চলে লোহার শিক দিয়ে কাঠাল পাকাতো। এক দুই দিন পরে কাঠাল ঠিকই পাকে কিন্তু সেটাতে মিষ্টি কম হয়। যদিও আজকাল ফরমালিন ব্যাবহার করে লোহার শিকের কাজটা সারছে ফরমালিন দিয়ে। তরমুজ যদি না পাকে তাতে যদি কেউ লোহার শিখ দিয়ে সেটাকে পাকাতে চায় তবে দু-এক দিন পরে তরমুজও কাঠালের মতো পাকবে কিন্তু সেটা খাওয়ার যোগ্য থাকবে না।
সরকারের আচার আচরনে মনে হচ্ছে তারা লোহার শিক দিয়েই তরমুজ পাকাবে আর সেই তরমুজ দেশের লোকজনকে খাওয়াবে।
যেই দেশের লোকজনে ফরমালিন চেনে ,লোহার শিকের জাগায় ফরমালিন ব্যাবহার করে সেই জায়গায় আপনি লোকজনকে ধোকা দিতে তো আপনাকে আরো বড় কোন পরিকল্পনা হাতে নিতে হবে।
মামুলি লতিফ সিদ্দিকির মতো ছোট একটা নাস্তিক দিয়ে কি আমাদেরকে নাস্তিকতার পাঠদান করতেছেন নাকি ?
লতিফ এর মতো একজনকে দিয়ে আপনি এমন বক্তব্য বলালেন কেন ?
লতিফ যদি দুষি সাব্যাস্ত হয় তবে আমি বলব যে তার থেকে বড় দুষি আপনি। আপনার দলের ভিতর সবাইর চরিত্র আজকে যাচাই বাছাই করার সময় এসেছে আমরা সংখ্যা গরিষ্ট মুসলমানকে কষ্ট দিয়ে আপনি মনে করছেন দেশের আপনার মতো নাস্তিকের স্থান হবে ?
দেশের আপামর জনসাধারন আজকে আপনাকে প্রত্যাখ্যান করেছে যেমন প্রত্যাখ্যান করেছিল ৫ই জানুয়ারীর নির্বাচনে ।
আপনার বাহিনী আপনাকে বাচাতে পারবে না। জনরোষে আপনাকে আর আপনার নাস্তিক যুক্ত দলকে বাংলার জমিন থেকে কি করে দেখেন ।
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দল-মত নির্বিশেষে সকল মুসলিমদের এই সব নাস্তিক কুলাংগারদের কে সমুলে উপড়ে ফেলতে হবে। ঈমানী শক্তি কমে যাওয়ায় আজ এই অবস্হা।
শিরোনামের শেষাংশ নিয়ে আলোচনা পেলাম না। অনেক ধন্যবাদ বিষয়টির জন্য.....
মন্তব্য করতে লগইন করুন