পরিকল্পিতভাবে- গন আন্দলনের ভয়ে লতিফ সিদ্দিকিকে কোরবানি দিয়ে দায় সারতে চায় আওয়ামিলীগ সরকারের চিন্তাবিদরা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ অক্টোবর, ২০১৪, ১২:০৯:৩৯ রাত

লতিফ সিদ্দিকি বিভিন্ন সময় অশালিন মন্তব্য করে এমনিতেই জনতার নিশানায় পরিনত হয়েছে তার উপর যুক্তরাষ্ট্রের গনসম্বধ্যনাতে ইসলামকে নিয়ে আবারও কুরুচিপুন্য মন্তব্য করায় সরকার একঢিলে দুইটা পাখি শিকার করতে বসেছে।

মাননীয় জনগনহীন প্রধানমন্ত্রী আপনি যদি আবারও জনগনকে কিছু সময়ের জন্য লতিফের অশালিন মন্তব্যের পিছনে লোকজনকে ছুটাতে পারেন তবে হয়তো আরো কিছুদিন বা কিছু মাস ক্ষমতায় থাকতে পারবেন বলে ভাবছেন কিন্তু মনে হয় সেটা সম্ভব নাও হতে পারে।

যেই দেশের লোক তিতুমিরের ইতিহাস জানে , যেই দেশের লোক হাজি শরিয়তউল্লার ইতিহাস জানে ,যেই দেশের লোক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ইতিহাস জানে সেই দেশের লোকজনকে এক টাকলু লফিত সিদ্দিকিকে ক্ষমতাচ্চু্যত করলেই লোকজন আপনাকে আপনার দলকে পুনরায় তুলসি তলা থেকে মসজিদের বারান্দায় আনবে না জেনে রাখবেন।

৯০ শতাংশ মুসলমানের কলিজায় আঘাত করার মতো আরো অসখ্য মন্ত্রী আপনার মন্ত্রীত্বের গোয়ালে আছে, আপনাকে যদি জনগনের সামনে দাড়াতে হয় তবে সারা দুনিয়ার মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে আর আপনার এই কুরুচিপুর্ন মন্তব্যকারী মন্ত্রীত্বের গোয়ালকে খালি করে বিদাই নিতে হবে।

আপনি যত চালাকি করেন না কেন আপনার চালাকি লোকজনের বুঝতে আর বাকী নাই।

অতিতে আরো অনেক দুর্ঘটনাকে ধামাচাপা দিতে একটা একটা ঘটনার জন্ম দিয়েছেন আপনি বুঝেছিলেন আপনার এই কুট কৌশল বুঝি লোকজন টের পায়ান আপনি বার বার জানালা কেটে বের হয়ে যান আপনাকে কেউ খুজে পায়না।

এবার যদি আবারোও জানালা কাটার চেষ্টা করেন তবে জানি না কি হবে। কারন এবার কিন্তু চারদিকে লোকজন আপনাকে পাহারা দিতেছে।

বিষয়: রাজনীতি

১১৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270329
০১ অক্টোবর ২০১৪ রাত ১২:২২
কাজী লোকমান হোসেন লিখেছেন : ভাই ক্ষমা করবেন , মূলত লতিফ সিদ্দিকিকে হজ্ব নিয়ে কটূক্তি করার কারনে অপসারণ করেনি , বুদ্ধি প্রতিবন্ধী তথ্য বাবা জয় কে নিয়ে কটূক্তি করায় অপসারণ করেছে , মানে এক ডিলে দুই পাখি , আওয়ামীলীগের আবার ইসলাম প্রীতি !! হুহ Give Up Give Up Give Up ধন্যবাদ Rose Rose Rose Rose
০১ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৭
214278
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কাজী ভাই আপনি ঠিকই ধরেছেন ।
আপনাকে অনেক ধন্যবাদ
০১ অক্টোবর ২০১৪ রাত ০১:০০
214288
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


@কাজী লোকমান হোসেন : আপনার সাথে একমত!


@মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি বলেছেন-
এবার যদি আবারোও জানালা কাটার চেষ্টা করেন তবে জানি না কি হবে। কারন এবার কিন্তু চারদিকে লোকজন আপনাকে পাহারা দিতেছে।

কিন্তু কোন কোন পাহারাদার কেনা-বেচা করা যায়-
সমস্যা তো ওখানেই!
270416
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই সত্য কথা পাহারাদার বিশ্বস্ত না হলে তো সমস্যা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File