ডাকাতদের মুক্তির দাবিতে আওয়ামিলীগের হরতাল !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৪১:৫২ রাত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্টগার্ডের হাতে অস্রসহ আটক ১০ জন জল ডাকাতের মুক্তির দাবিতে তিন দিনের হরতাল ডেকেছে হাতিয়া উপজেলা আওয়ামিলীগ।

বৃহসপতিবার সন্ধায় হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল ও মাইকিং করেছে স্থানীয় আওয়ামিলীগএর একটি অংশের সমর্থকরা।

উপজেলার তমরুদ্দি কোস্টগার্ড কন্টিনন্টে কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত জানান দুপুরে উপজেলার ঢলচর ও রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে অস্রও ডাকাতির কাজে ব্যাবহ্বত একটি ট্রলারসহ ১০ জল ডাকাতকে আটক করেছেন তারা। এসময় অপহিত ৩ জেলেকেও তাদের হাত থেকে উদ্ধার করা হয়।

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268791
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১১
কাজী লোকমান হোসেন লিখেছেন : ইহাই , বাংলাদেশ , আমারা গর্বিত ,

তাই গর্জে উঠো আবারো
বজ্র কণ্ঠে আওয়াজ ছাড়ো
জয় বাংলা বলে আগে বাড়ো ,
ডাকাতদের জেল থেকে ছাড়ো , Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
268800
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এটাতো হবেই! ডাকাতেরা তো দাবি করবেই ডাকাতের মুক্তি। উচিত হবে মুক্তি দিয়ে দেয়া।
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৬
212628
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক কথা বলেছেন
268877
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৭
ইসলামী দুনিয়া লিখেছেন : ডাকাতদের ছাড়াতে ডাকাতরাই তো চেষ্টা করবে। করবে না?
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৬
212627
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক বলেছেন ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File