বাপ কা বেটি - কম কেন হবে ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩৮:৩৮ রাত
শংকায় আছি দেশের কোটি কোটি মানুষ । কখন কাল রাত আমাদের সামনে হাজির হয়। বাপটা বেটি কোন অংশে কম না। স্বাধীনতার সুড়সুড়ি তুলে নিরাপদে প্রতিপক্ষের হাতে আত্বসমর্পন করে যে লোক নিরাপদে চলে গেলেন যেই নেতারা স্বাধীনতার কথা বলে প্রবিিশি রাষ্টে চলে যেতে পারলেন, যেই নেতৃত্ব নিরস্র জাতিকে সুসজ্জিত বাহিনীর সামনে ফেলে চলে গেলেন সেই ঘরেরই তো কন্যা উনি।
৯ মাসের যুদ্ধে যখন বাংগালী জাতী নাকাল , খাদ্য নাই ,উষধ নাই কোন কিছুই নাই সেই অবস্থাতেও বিরের জাতী দেশকে উপরে তুলে ধরলেন সেই সময় জাতীয় খেতাত নিয়ে দেশের মাটিতে আগমন ঘটালেন । আমরা মর্মহত নই গর্বিত কারন তবুও দুনিয়ার মানচিত্রে নিজেদেরকে স্বাধীন জাতী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম।
কিন্তু আমাদেরকে কি আর এক থাকতে দিল সেই জাতীয় খেতাব প্রাপ্ত লোকটি ? কি দরকার ছিল তার একদলিয় বাকশাল বানানোর ? আজকের যারা ক্ষমতায় আছে হয়তো তারাও এর উত্তর দিতে পারবে না ।
সমস্ত জাতীকে বৃদ্ধাংগুলি দেখিয়ে যেই ভাবে একদলিয় বাকশাল বানাইয়াছিলেন যদি ১৫ই আগস্ট জাতীকে উপহার না দিতে পারতো তবে হয়তো বর্তমানের অবস্থাতে না থেকে মিশরের মতো অনেক বছর অপেক্ষা করতে হতো । যাই হউক আমরা সেই সময় পার করেছি।
কিন্তু বর্তমানে সো সেই বাপের বেটি ক্ষমতায় থেকে বাবার সেই অবাস্তব পরিকল্পনার দিকে অগ্রসর হচ্ছে । দেশি বিদেশি কোন সমালোচনা যেন ওনাকে দুর্বল করতে পারছেনা । জানিনা কোন সময় সেই কাল রাত্রে এসে আমাদেরকে ঘিরে ধরে একদলিয় বাকশাল কায়েমের আনানুষ্টানিক ঘোষনা ।
কোন সময় আমাদের শিষ্যস্থানীয় নেতৃবৃন্দের কোন দুঘটনা ঘটাইয়া ফেলে । বাপের বেটি তো কম করছে না জানিনা কি হবে আমাদের এই জাতীর ভাগ্যে ?
আল্লাহর সহযুগিতা ছাড়া আমাদের আর কোন সহযুগিতার জাগা নাই । দেশের এমন কোন মিডিয়া নাই যেখানে আমাদের বিপক্ষে চর্চা না হয় । হয়তোবা কেউ ভয়ে চর্চা করে আর কেউ বা ওদের চামচাগিরি করার জন্য্য এমনটা করে।
আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন বাপের বেটির হাত থেকে দেশকে রক্ষা করা যায়।
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন