সকাল যদি শুনি ডাইনি আর নাই ! ! !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫৮:১০ দুপুর

ভুতপ্রেতদের একটা জাত নাকি ডাইনি ? নাকি বিজ্ঞানের আবিস্কৃত ৬০ মিলিয়ন বছর আগের সেই ডাইনোসরকে ডাইনি বলে ? যদি ধরে নেই সেই ডাইনোসরকে বুঝায় তবে সেই জানোয়ারটির শক্তিমত্তা সম্পর্কে বিজ্ঞানের বইপুস্তুক থেকে অনেক কিছু জানা যায় । সেই জানোয়ারটি নাকি এত শক্তিশালি ছিল যে তখনকার সময় এত শক্তিশালি জানোয়ার আর ছিল না ।

সব কিছুকে সে গ্রাস করে ফেলত সামনে যাহা পেত সব কিছুকে নিপাত করে তার সম্রাজ্য কায়েম করতো।

আগের যুগের অনেক চটি বই আকারে ভুত প্রেতএর কিচ্ছাকািহিনি বাজারে পাওয়া যেত সেই সকল ভুতপ্রেত ও নাকি অনেক শক্তিশালি ছিল তারা যার উপর আছর দিত তার গুষ্টিশুদ্ধ নাকি নিপাত করে তারপর এলাকা ছাড়তো। লোকজন বলা কওয়া করতো মাবুদ তুমি আমাদেরকে এই ভুতপ্রেত এর হাত থেকে আমাদেরকে কবে মুক্তি দিবা ? অনেকে বলতো সকালে উঠে যদি শুনতাম যে এই সকল আপদবালা নিপাত হয়েছে তবে না কত ভাল লাগতো !

কালের বিবর্তনে সেই সব ভুতপ্রেত এখন আর লোকজনকে ভয় দেখাতে পারেনা। কেন পারেনা বা ওরা কোথায় গেছে তাহা কেউ জানে না ।

বাংলার জমিনে সেই রকম ডাইনোসরের উতপাত শুরু হয়েছে বা ভুতপ্রেতের উপতাত হয়েছে । জনগন আজ সেই সকল কিছু থেকে মুক্তি চায়।

যদি সকাল হলে শুনতে পারতাম যে বাংলার নব্য এই ডাইনোসরটির মৃত্য হয়েছে তবে সবার কাছে কেমন লাগতো ?

আজকে দেশে দেশে এই ডাইনোসর বা নব্য ডাইনিটির নিপাতের জন্য লাখো লাখো মজলুমের চোখের পানি পড়ছে । আল্রাহ রব্বুল আলামিন কি এই মজলুমদের চোখের পানির দিকে তাকাবেন না !

ইনশাআল্লাহ আমরা সেই সকালের অপেক্ষায় থাকলাম যেই সকালে শুনবো যে বাংলার এই ডাইনিটির অপঘাত অথবা নিপাত হয়েছে।

আমিন

রিয়াদ থেকে

আব্দুল মতিন মুন্সি

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264237
১২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৯
দুষ্টু পোলা লিখেছেন :
ইনশাআল্লাহ আমরা সেই সকালের অপেক্ষায় থাকলাম যেই সকালে শুনবো যে বাংলার এই ডাইনিটির অপঘাত অথবা নিপাত হয়েছে।

মাইনাস মাইনাস
১২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
207767
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ । কষ্টকরে লিখাটা পড়ার জন্য
264245
১২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩১
চোথাবাজ লিখেছেন : সকালে শুনি গো আযম নাই
১২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
207768
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জনাব চোখাবাজ ভাই, সালাম আপনাকে।
সকালে যদি আপনি শোনেন আযম নাই তাতে কিছু নাস্তিক মোরতাদ ছাড়া আর কেউ খুশি হবে না । কিন্তু ডাইনিটি যদি মরে তবে দেখবেন বাংলার জমিনের ৮০ ভাগ লোকের মুকে স্বস্তির হাসি ফুটবে ।
তারপরে ও যে লেখাটা পড়েছেন এই জন্য ধন্যবাদ
264250
১২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
হতভাগা লিখেছেন : জলদি পোস্ট হজম করে ফেলেন
১২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৯
207769
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : পোষ্ট করেছি মজলুমদের আমিন বলার জন্য ভাই জান ! হযম করার জন্য না ।
তারপরও যে লেখাটা পড়েছেন এই জন্য ধন্যবাদ
264263
১২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২১
তহুরা লিখেছেন :
264373
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডাইনি কে যদি মারা না হয় তা হলে সে ঘাড়ে চড়ে বসবেই।
264387
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ সেই সময় ও হয়তো দুরে নয় ১৫ই আগস্ট এর পরিনতির জন্য হয়তো এমন যা ইচ্ছে তাই করছে বা বলছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File