হকারের প্রচার কাজে মিডিয়াগুলি কেন ؟؟
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:১০:২১ বিকাল
ছোটবেলায় প্রায় সময় মেজে ভাইর সাথে বাজারে যেতাম । সালটা সম্ভবত ১৯৮০ থেকে ৮১-৮২ হতে পারে।
সেসময় সাধারনত লোকজন বেশ দেরিতে বাজারে যেত কারন বেশির ভাগ লোক কৃষিজীবি তাদের জমিনের কাজকাম শেষ করে আছরের পর আস্থে আস্তে বাজারে আসা শুরু করতো।
আমরা একটু তাড়াতাড়ি বাজারে যেতাম কোন না কোন কিছু বেচতে । তো প্রায় সময় বাজারে গিয়ে দেখতাম একেবারে সামান্য কয়েকজন লোক এসেছে মাত্র । এই ফাকে হকাররা এসে ( আমাদের আনচলিক ভাষায় বলে মজমাদার) বিভিন্নরকম আকর্ষনীয় বক্তৃতা দিয়ে টাকা না থাকা লোকের কাছেও তার নকল বড়ি বিক্রি করতো।
যথন মজমাদার তার লিকচার শুরু করতো লোকজন চারিদিকে গোল হয়ে তার কথা শুনতো কোন কোন সময় যৌনউত্তেজক কথা বলে লোকজনের কাছে অনেক বড়ি বিক্রি করতো ।
সেই বড়ি খেয়ে অনেক সময় লোক মারা ও গেছে । বর্তমানে লেবরেট্ররিতে চেক করে দেখা গেছে সেই সকল উষধ মানুষের কিডনি পর্যন্ত খারাপ করে দিতে পারে।
বর্তমানে বাজার ঘাটে সেই সকল হকারদেরকে খুব কম দেখা যায় কারন এখন লোকজন সচেতন হয়েছে তাই তাদের কথাতে আর কেউ ভুলতে রাজি নয়।
বর্তমানের অবৈধ জোট সরকার আগে মিটিং মিছিল করে যুদ্ধাপরাধীর বিচারের ব্যানারে কিছু নাস্তিক মুরতাদ সংগ্রহ করেছিল কিন্তু বর্তমানে তারা জনবিছ্ছিন্ন হওয়াতে আর লোকজনের কাছে যেতে পারছেনা সেই একই ইসু নিয়ে মিটিং মিছিল ও করতে পারছেনা । তা্ই তারা বিভিন্ন মিডয়াকে , মিডিয়া কর্মীকে বেচে নিয়েছেন তাদের সেই তথাকথিত যুদ্ধাপরাধিদের বিচারের হকারি করতে ।
বাজারের মজমাদাররা (হকাররা) এখন বাজারে মুল্যহীন হয়েছে তাই টকশোতো তাদের হকারির কাজটা সারছে।
বিষয়: রাজনীতি
১২৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন