আজ প্রথম দিন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:২৮:০৫ বিকাল
যদিও কাগজে কলমে আমি টুডে ব্লগে ২৬দিন কিন্তু আজকে এই ব্লগে ঢোকার অনুমতি পেলাম ।
ধন্যবাদ ব্লগ পরিচালকদেরকে ওনারা আমাকে নতুন সদস্যর কাতারে শামিল করেছেন। আমি অনেক লিখি ! কিন্তু বাচ্চাদের মতো আমার লেখায় বানান ভুল হয় যার কারনে অনেক প্রানবন্ত্য ছোটগল্প আমার ডাইরিতে পড়ে আছে প্রকাশ করতে সাহস পাচ্ছিনা।
কোন ভাল মনের মানুষ যদি আমাকে সাহস যোগান তবে আমি সামনে অগ্রসর হতে পারি।
জীবনের অনেক লম্বা সময় পাড়ি দিয়েছি দেশে দেশে কিন্তু প্রকৃত গুনিজনদের নিকট পৌছাতে পারলাম না । কাতারে ১৯৯৩ সালের জুলাই ৭ তারিখ থেকে ২০১১ সালের ১৫ই ফেব্রুয়ারী পর্যন্ত থেকেছি অনেক ভাইদের সাথে মিশেছি অনেক প্রগামে অংশ গ্রহন করেছি কিন্তু আজকে সেই ১৯ বছরটাকে আর মনে করতে পারছিনা।
আবার ও দেশের প্রতিকৃল অবস্থাতে সৌদিআরব ৩ বছর শেষ করলাম ৩ বার ছুটিতে গিয়েও দেশে থাকার পরিবেশ না থাকাতে আবার চলে আসতে বাদ্ধ হয়েছিল।
পরবর্তিতে আবার দেখা হলে তখন অনেক লিখব
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি এই কথাগুলি একটু বিরক্তির ভাব প্রকাশ করলেন না তো ? যদি আমি ভুল না বুঝে থাকি তবে !
মতিন মুন্সি/ভাই তারাতারি লেইক্কা প্রকাশ কৈরালান আমরা কিচ্ছা ফরতাম
লিখতে থাকেন।
বানান ভুল সকলেরই হয়, লিখতে লিখতে সব আবার ঠিকও হয়ে যায়। এ নিয়ে চিন্তা করে ছোট গল্পগুলো ডায়েরিতে রেখে দিয়ে কেন পাঠকদের কে বঞ্চিত করবেন?
অনেক অনেক আগাম ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনার জন্য।
মন্তব্য করতে লগইন করুন