হিন্দুদের সব থেকে বড় পূজা, দূর্গা পূজা আর ওদের বেদ কি বলে দেখেন।আর এই পূজায়ে কাদের লাভ বেশি হয় দেখা যাক
লিখেছেন লিখেছেন Lucemon ০৩ অক্টোবর, ২০১৪, ০২:২৫:৪৫ দুপুর
এক স্রষ্টার আরাধনা ছাড়া সকল প্রকার মূর্তি পুজা নিষদ্ধ আর এ সম্পর্কে বেদে বলা হয়েছেঃ"ন তস্য প্রতিমা অস্তি"
অর্থ:কাহারো সহিত তাহার তুলনাও হয় না(যযুর্বেদ-৩২।৩)
আশ্বিন মাসে পূজা করলে নাকি হিন্দুদের বেশি পুন্য হয়।তাই পন্ডিত, ব্রহ্মাণ,পুরহিতরা আশ্বিন মাসের মাঝামাঝি বা শেষের দিকে এই পূজার আয়োজন করা হয়।কারন কার্তিক মাসে পন্ডিতদের আর পূজা থাকে না।
তাই আশ্বিন মাসে পন্ডিতরা পূজার আয়জন করে। আর বেশি বেশি করে নৈবেদ্য (উপহার) পায়।যাতে কার্তিক মাসটা চলে যায়।
আর এই অষ্টমী-নবমী যদি না হতো তবে আর পন্ডিতদের খাবার জুটত না। পন্ডিতরা তো আর কাজ কর্ম করে না। তারা তো শুধু বই পড়ে।শুধু বেদ আর মন্ত্র পড়েই তো পেট চলে না।
তাই আশ্বিন মাসের শেষের দিকে এই পূজার আয়জন করে যাতে কার্তিক মাসটা পন্ডিতে চলে যায়।আসলে এই পূজাটা হলো পন্ডিতদের ধান্ধা করার পূজা।
এই পূজার কথা ২/৩ টা পুরান ছারা আর কোথাও নাই এমন কি বেদেও নাই আসলে এই পূজা আগের দিনের রাজা ও পন্ডিতদের বানানো কাহিনী।যাতে দেবীদের কথা বলে মানুষের কাছ থেকে কিছু নেওয়া যায়।।
বিষয়: বিবিধ
১৪৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন