জ্যোৎস্না
লিখেছেন লিখেছেন Shopnil Shishir _ MD Shariful Hasan ০৭ আগস্ট, ২০১৪, ১১:৪৫:১৭ রাত
এভাবে চলেই যাবে আঁধারে ?
হ্যাঁ যাবো ।
আঁধারে কি আছে যা খুঁজে যাবে তুমি ।
কেনো ভালোবাসা !
তবে কি ভালোবাসা আধারি ?
আমি তো বলিনি তেমন কিছু , তবুও আঁধারে হেঁটে যেতে যাই কিছু পথ ।
যদি না ফিরো কোনোদিন ?
তুমিও চলে এসো পিছু পথে আমি অপেক্ষায় থাকবো ।
আঁধার পথে হেঁটে তো এলে , কালো আঁধার তো নেই ,
তবে চলো এবার না হয় ফিরে যাই ।
আচ্ছা আঁধার হারালো কোথায় ?
জ্যোৎস্না স্নানে ।
তবে আজ জ্যোৎস্না দেখবো !
যদি হারিয়ে যাও জ্যোৎস্নার আলোয় ?
তুমি না হয় চাঁদের পানে ছুটে এসো আমি অপেক্ষায় থাকবো ।
জ্যোৎস্না খুঁজে তুমি তো এলে , চাঁদ এখন লুকানো মেঘে ,
তবে চলো ফিরি এখন !
আচ্ছা জ্যোৎস্না কেনো হারায় মেঘের আড়ালে ?
জানতে চাও ?
হ্যাঁ আমি জানতে চাই ?
তবে জেনে নাও তুমি আর আমি জ্যোৎস্না ,
আর ভালোবাসা টুকু মেঘ ।
তাই তো জ্যোৎস্না হারিয়ে যায় মেঘের ফাঁকে ।
যেমন তুমি আমি হারিয়ে যাই ভালোবাসায় ।
Click this link
বিষয়: বিবিধ
১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন