আওয়ামিলীগ কেন? করবেন না.
লিখেছেন লিখেছেন কায়সুল ইসলাম রিয়াদ ০৭ আগস্ট, ২০১৪, ০৯:১৯:০০ সকাল
আওয়ামীলীগকে যতটা খারাপ ভাবছেন
অতটা খারাপ ওরা নয়। ওরা দেশের জন্য
অনেক কিছু করেছে। ওরা দেশের
স্বাধীনতার পক্ষের শক্তি। ওরা যুদ্ধ
অপরাধীদের বিচার করে দেশকে কলংকমুক্ত
করছে। ওরা কয়েক ঘন্টার মধ্যে হেফাজতের
লাখো মানুষের সমাবেশকে পন্ড
করে দেশকে নাশকতার আশংকামুক্ত করেছে।
ওরা জামায়াত শিবিরের হাজার হাজার
নেতা কর্মীকে জেলে দিয়ে,
রিমান্ডে নিয়ে পঙ্গু করে আর
গুলি করে হত্যা করে রাজাকারমুক্ত দেশ
গড়তে যাচ্ছে। ওরা আমার দেশ , দিগন্ত
টেলিভিশন আর ইসলামিক টেলিভিশন বন্ধ
করে মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে সক্ষম
হয়েছে। ওরা এদেশে নাস্তিক আর বামদের
পূনর্বাসন করতে সক্ষম হয়েছে। আর একবার
ক্ষমতায় যেতে পারলে তারা ইসলামমুক্ত
দেশ গড়তে পারবে। অন্য কোন দলের
তো এতগুলো সাফল্য নেই। এতগুলো কাজ
করা তো আওয়ামীলীগের পক্ষেই সম্ভব
হয়েছে। সুতরাং যারা আওয়ামীলীগের
বিরুদ্ধে কথা বলবে তারা স্বাধীনতা
বিরোধী, তারা এদেশকে পাকিস্তান
বানাতে চায়, তারা যুদ্ধ অপরাধীদের
বিচার বানচালের ষঢ়যন্ত্র করছে।
যারা আওয়ামীলীগের
বিরুদ্ধে কথা বলবে পাড়ায় পাড়ায় মহল্লায়
মহল্লায় ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন,
ওদেরকে নিশ্চহ্ন করে দিন। এদেশে একটিই
মাত্র দল থাকবে সেটি হচ্ছে আওয়ামীলীগ।
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন