তোমায় ভালবাসি

লিখেছেন লিখেছেন নিশিকাব্য ০৬ আগস্ট, ২০১৪, ০৭:০৫:৪৮ সন্ধ্যা

আমি তোমায় ভালবাসি।

তারা ভরা রাতের আকাশ,

মিষ্টি চাদের হাসি।

তার চেয়েও বেশী,

তোমায় ভালবাসি।

রক্তকরবী তুমি!

হয়তো বা আরো মোহনীয়,

পদ্মফুলের রাশি

তোমায় ভালবাসি।

হৃদয় ছোয়া রংধনু বিকেলে,

তোমার হাতের ছোয়া পাওয়া

চাদকপালি জলরাশি!

তোমায় ভালবাসি।

তোমার পায়ের তলার মাটি,

ছুয়ে যাওয়া বাতাসে ভাসা,

তোমার মুক্ত হাসি..

ভীষন ভালবাসি।

তোমার পা ধুয়ে দেওয়া শিশির ফোটা,

হাতের কাকন জোড়া

তোমার চোখের কালো নিশি

তোমায় ভালবাসি।

বড় ভালবাসি!

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File