তোর শ্রী-চৈতন্য কবে হবে।।

লিখেছেন লিখেছেন পাতা বাহার ১৪ আগস্ট, ২০১৪, ১২:৪৭:২২ রাত

তোর শ্রী-চৈতন্য কবে হবে।

শ্রী-হারা হইলে পরে, তোমারে কূ-শ্রী দেখাবে।।

এক

শ্রী হইলে যূগলো শ্রী, দেখাবে তোমারে সু-শ্রী।

অ-চৈতন্যে তোমার ঐ শ্রী, দিনে দিনে হারাইবে।।

তোর শ্রী-চৈতন্য কবে হবে।।

দুই

হলে শ্রী-তে মতির আবির্ভাব, শ্রীমতীর হবে না অভাব।

শ্রীমতী আসিয়া অবাধ, শ্রী-শ্রী সদা বলিবে।।

তোর শ্রী-চৈতন্য কবে হবে।।

তিন

স্বজাগ ঘরে হয় না চুরি, রইলে তুমি ঘুমোঘোরী।

সকলো শ্রী নিল হরি,, ভাবলে না কি সে উদ্ধারীবে।।

তোর শ্রী-চৈতন্য কবে হবে।।

চার

হইলে শ্রী চৈতন্য ভাব, হবে না শ্রী এর ই অভাব।

সামসুদ্দীন কয় চৈতন্য ভাব, হারাসনে পাগলা সেরু ভবে।।

তোর শ্রী-চৈতন্য কবে হবে।।

গানটি লিখেছেন গুরুজী।। গানটি রচনার তারিখ-২১-০৬-১৯৯৪ ইং

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254145
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৮
কাহাফ লিখেছেন : মাইনাস দিলাম।
১৪ আগস্ট ২০১৪ সকাল ১০:১২
197918
পাতা বাহার লিখেছেন : আপনাদের মাইনাস চেতনা ই আমাদেরকে প্লাস হতে সাহায্য করে চলেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File