বাংলাদেশের রাজনীতিতে পৌত্তলিকতার চর্চা
লিখেছেন লিখেছেন সুজন মাহমুদ ১৫ আগস্ট, ২০১৪, ১০:৪৫:০৪ সকাল
পৌত্তলিকতা যুগে যুগেই অস্তিত্বশীল। তবে বিবর্তনবাদী ধারাই পৌত্তলিকতা ধরন পরিবর্তন হয়ে অন্য কোন ধরনে এসে আবির্ভাব হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে এই পৌত্তলিকতার চর্চা নতুন কিছু না। দেশের রাজনৈতিক দল গুলোর প্রধান হয়তো “ওসিরিস” নয়তো “রা” অথবা দেবতা “আইসিস” নামের জীবন্ত মূর্তি । এখানে দেব দেবীর বিরদ্ধাচরন করা পাপ। তাই দেখি দলের নেতা কর্মীরা ও একশ্রেণীর সুশীল বুদ্ধিজীবী নিজেদের বিবেক বুদ্ধি বিকিয়ে দিয়ে দলীয় জীবন্ত মূর্তির ভজনায় ব্যস্থ। যেখানে ন্যায় অন্যায় বিচার না করে দলীয় প্রধান যা বলবে সেটায় মহাসত্য । একমাত্র প্রতিটি মানুষের মধ্যই একটা মহাসত্য নিহিত আছে আর তা হল- ন্যায় অন্যায় বিচার করবার ক্ষমতা। এই দলীয় পৌত্তলিকবাদীরা দলের মোহগ্রস্থতায় সেই মহাসত্য কে অস্বীকার করে ফেলে অথবা বৈষয়িক স্বার্থে বিবেককে বিক্রি করে দিতে কুণ্ঠা বোধ করেনা। একটা দেশের বুদ্ধিজীবী শ্রেণী যখন অর্থের লোভে দাসত্বকে বরণ করে নেয়। তখন দেশের গোটা জনসাধারন ক্ষমতাসীনদের দাস হয়ে যায় । তেমনটাই হচ্ছে। সুতরাং দল প্রীতি বা জীবন্ত মূর্তি পূজা করলে দেশের সার্বিক কল্যান আসবে না। এর জন্য প্রয়োজন ব্যক্তিত্ববান, স্বাধীনচেতা , ন্যায়পরায়ণ রাজনীতিবিদ ।
বিষয়: বিবিধ
১১৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন