বিশ্বের সেরা কয়েকটি জলপ্রপাত

লিখেছেন লিখেছেন সীমান্ত_ঈগল ১০ আগস্ট, ২০১৪, ১১:১৮:২৪ রাত

বিশ্বের সেরা জলপ্রপাত কোনগুলো তা নিয়ে প্রশ্ন বিদ্যমান। সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ জলপ্রপাত নির্বাচন করতে খুব কঠিন কাজ। সাধারণত জলপ্রপাতগুলো তাদের প্রস্থ, উচ্চতা, পানি ও সৌন্দর্য দ্বারা বিচার করা হয়। তাই বিভিন্ন দৃষ্টিকোন থেকে সেরা জলপ্রপাতগুলোর পজিশনও বিভিন্নরকম হয়। এখানে আমরা পাঁচটি আশ্চর্যজনক বা amazing জলপ্রপাতের উল্লেখ করছি।

০১. ভিক্টোরিয়ান জলপ্রপাত



তথ্য:

অবস্থান: - ভিক্টোরিয়ান ন্যাশনাল পার্ক। এটি জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এর সীমান্তে Zambezi নদীর উপর দক্ষিণ আফ্রিকায় অবস্থিত।

দেশ: জাম্বিয়া এবং জিম্বাবয়ে।

উচ্চতা: ৩৫৫ ফুট (১০৮ মিটার) (কেন্দ্রে)

জলের ধারা: ১ টি।

জলস্রোত: Zambezi নদী।

জলের গড় প্রবাহ হার: ১০৮৮ m³ / s

প্রকার: প্রাকৃতিক।

০২. নায়াগ্রা জলপ্রপাত





তথ্য-

অবস্থান: - এটি ওন্টারিও, কানাডা ও নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত।

দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র।

উচ্চতা: ১৬৭ ফুট (৫১ মিটার)

জলের ধারা: ৩ টি।

জলস্রোত: নায়াগ্রা নদী।

জলের গড় প্রবাহ হার: ৬৪,৭৫০ Cu ফিট ।

প্রকার: প্রাকৃতিক।

০৩. YOSEMITE (ইউসিমাইট) জলপ্রপাত





তথ্য-

অবস্থান: - ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা এর YOSEMITE ন্যাশনাল পার্ক।

দেশ: ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।

উচ্চতা: ২,৪২৫ ফুট (৭৩৯ মিটার)

জলের ধারা: ৩ টি।

প্রকার: স্তরবিশিষ্ট।

০৪. Sutherland (সাউদারল্যান্ড) জলপ্রপাত





তথ্য:

অবস্থান: - Fiordland, নিউজিল্যান্ড.

দেশ: নিউজিল্যান্ড।

উচ্চতা: ৫৮১ m.

জলের ধারা: ৩টি

জলস্রোত: Zambezi নদী।

জলের গড় প্রবাহ হার: ১১ M3 / s.

প্রকার: স্তরবিশিষ্ট।

০৫.Tugela (তুগেলা) জলপ্রপাত



তথ্য:

অবস্থান: - KwaZulu-Natal, দক্ষিণ আফ্রিকা।

দেশ: দক্ষিণ আফ্রিকা

উচ্চতা: ৯৪৮ মিটার (৩,১১০ ফুট)

জলের ধারা: ৫ টি।

জলস্রোত: তুগেলা নদী।

* টপিক আইডিয়া- নেট (ইংরেজী ব্লগ)

* তথ্যসূত্র: উইকিপিডিয়া।

* ছবি: গুগুল।

→টপিকটির ইংরেজী ভার্সন দেখুন আমার সাইটে-

http://tarunnobd.com/top-amazing-waterfall

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253035
১০ আগস্ট ২০১৪ রাত ১১:৫২
বুড়া মিয়া লিখেছেন : প্রাকৃতিক সৌন্দর্য্য বিষয়ে আমাদের অবগত করায় ধন্যবাদ। আপনার ওয়েবসাইটও সুন্দর বেশ ভালো রিসোর্সের সমাহার।
১২ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
197601
সীমান্ত_ঈগল লিখেছেন : ধন্যবাদ আপনাকে
253076
১১ আগস্ট ২০১৪ রাত ০২:০১
আফরা লিখেছেন : অনেক ধন্যবাদ ।
১২ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
197602
সীমান্ত_ঈগল লিখেছেন : স্বাগতম।Love Struck
253083
১১ আগস্ট ২০১৪ রাত ০২:৩১
বৃত্তের বাইরে লিখেছেন : ঘুরে এলাম গত সপ্তাহে নায়াগ্রা থেকে। আপনার ছবিতে দেয়া ব্রিজের উপর দিয়ে আমেরিকা পর্যন্ত। ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
১২ আগস্ট ২০১৪ রাত ০৮:২৩
197603
সীমান্ত_ঈগল লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্যে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File