শ্রমের পারিশ্রমিক শ্রমিককে দেয়া হোক

লিখেছেন লিখেছেন হাকিম তালুকদার ০৮ আগস্ট, ২০১৪, ০৮:৫৭:১৯ সকাল

তৌবা গার্মেন্টস এর শ্রমিকদের গত তিন মাস থেকে বেতন দিচ্ছেনা মালিকপক্ষ । সেই সাথে আছে ঈদের বোনাস । গরিবের ঘাম ও রক্ষ নিয়ে আর কত হেয়ালী করবে ধনকুবেররা ।

তারা নিজের পারিশ্রমিকের টাকার জন্য দাবী তুললে তাদেরকে পুলিশ দিয়ে পেঠানো হচ্ছে । এ তো মধ্যযোগীয় বর্বরতাকেও হার মানায় । শ্রমিকদের পক্ষ নেয়া মানবাধিকার কর্মীদেরও পিঠিয়েছে পুলিশ । কি লজ্জা !



আন্দোলনরত শ্রমিক মিশু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলের নেতৃত্বে পুলিশ তাঁদের ভবন থেকে বের করে দিয়েছে। ওই ওসিকে বরখাস্ত করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, ভবন থেকে বের না হলে অনশনরত নারী শ্রমিকদের ধর্ষণ করার হুমকিও দিয়েছেন ওসি।

মিশুর সঙ্গে থাকা তোবার শ্রমিক হাফসা বলেন, ‘প্রধানমন্ত্রীও একজন নারী। তাইলে সরকারের একজন ওসি কেমনে মহিলা শ্রমিকগো রেপ (ধর্ষণ) করার কথা কওনের সাহস পায়!’ (প্রথম আলো)

তোবা গার্মেন্টেস এর শ্রমিকরা গত ১২ দিন থেকে বেতন, বোনাস ও ওভারটাইমের দাবীতে অনশন করে যাচ্ছিল ।

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File