আমি যদি এই বয়সে ফিলিস্তিনে যুদ্ধে যেতে সক্ষম হতাম তাহলে অবশ্যই যুদ্ধ করতে যেতাম- "ডঃ ইউসুফ আল কারাদায়ি"।

লিখেছেন লিখেছেন ডোনা ১০ আগস্ট, ২০১৪, ১০:১১:১৬ সকাল

"ডঃ ইউসুফ আল কারাদায়ি," মুসলিম আলেমদের ওয়ার্ল্ড এসোসিয়েশন চেয়ারম্যান, টুইটারের মাধ্যমে লিখেছেন:

- পত্রিকায় যারা আমার রেফারেন্স দিয়ে বক্তব্য বা ফাতওয়া দেন যে, ফিলিস্তিনে জিহাদ বাধ্যতামূলক নয় অথবা ফিলিস্তিনে জিহাদের দরজা খোলার কোন প্রয়োজন বা অনুমতি নেই, তাদের স্টেটমেন্ট বা ফাতোয়া একেবারেই মিথ্যা এবং ভিত্তিহীন।

- যারা আমার ইতিহাস জানেন, এবং আমার বাণী এবং আমার বই পড়েন, এবং আমার বক্তৃতা এবং আমার উপদেশ শোনেন, এবং আমার খবর এবং আমার সফর পর্যবেক্ষণ করেন, তারা এই বানোয়াট বিবৃতির এথিক্সের সাথে কখনই পুরোপুরি একমত হবেন না বলে আমি নিশ্চিত.

- আমার বেশ কয়েকটি গবেষণাধর্মী বই আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল; ১) “জেরুজালেম সমস্যা প্রত্যেক মুসলিমের সমস্যা” ২) “ফিলিস্তিনের জন্য ফতোয়া” ৩) “ফিকহুল জিহাদ” ৪) “............... কেন-কিভাবে আমরা ফিলিস্তিনে হেরে যাচ্ছি এবং কিভাবে জিততে পারি” এবং ৫) ফিলিস্তিন লিবারেশনের জন্য জিহাদ ফরজ।

- ১৯৪৮ সাল থেকে অদ্যবধি আমি গোটা জীবনভর জায়নোবাদী ইসরাইলের বিরুদ্দে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার ঘোষণা দিয়ে আসতেছি।

-আমি যদি এই বয়সে ফিলিস্তিনে যুদ্ধে যেতে সক্ষম হতাম তাহলে অবশ্যই যুদ্ধ করতে যেতাম। আমি ফিলিস্তিনের জন্য জিহাদের ডাক দিয়েছি এবং যতদিন বেঁচে থাকি ফিলিস্তিনের জন্য জিহাদের ডাক দিয়ে যাব। ফিলিস্তিন সমস্যা আমাদের সকলের সমস্যা যেটা কখনই ভুলে যাওয়ার বিষয় নয়।

বিষয়: বিবিধ

১৩৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252852
১০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৮
কাজি সাকিব লিখেছেন : ফিলিস্তিন সমস্যা আমাদের সকলের সমস্যা যেটা কখনই ভুলে যাওয়ার বিষয় নয়
253007
১০ আগস্ট ২০১৪ রাত ১০:১৫
নেনাভাই লিখেছেন : লিংক দরকার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File