কয়েকটি কৌতুক হাসবেন গেরান্টেড
লিখেছেন লিখেছেন একাকী মানুষ ০৩ আগস্ট, ২০১৪, ১২:৪৩:২০ রাত
১.শিক্ষক ও ছাত্রের মধ্যে কথা হচ্ছেঃ
স্যারঃ তুমি বড় হয়ে কি করবে ?
ছাত্রঃ বিয়ে
স্যারঃ আমি বুঝাতে চাচ্ছি বড়
হয়ে তুমি কি হবে ?
ছাত্রঃ জামাই
স্যারঃ আরে আমি বলতে চাচ্ছি তুমি বড় হয়ে কি পেতে চাও ?
ছাত্রঃ বউ
স্যারঃ গাধা, তুমি বড় হয়ে মা বাবার জন্য
কি করবে?
ছাত্রঃ বউ নিয়ে আসবো
স্যারঃ গর্দভ, তোমার বাবা মা তোমার কাছে কি চায় ?
ছাত্রঃ নাতী নাতনী
_
_
স্যারঃ ইয়া খোদা...তোমার
জীবনের লক্ষ্য কি ?
ছাত্রঃ বিয়ে
স্যার অজ্ঞান
২.আবুল ও তার বন্ধু গেছে পানের
দোকানে...
আবুলঃ একটা পান দেন।
দোকানদারঃ কি দিয়ে খাবেন ?
আবুলঃ কেন, দাঁত দিয়ে।
দোকানদারঃ বলছি কিভাবে খাবেন ?
আবুলঃ চিবিয়ে খাব ?
দোকানদারঃ আরে ভাই, সাথে কি খান ?
আবুলঃ সাথে,ও আমার বন্ধু হাবলু খাঁন।
দোকানদারঃ আরে মিয়া ভাই,
আপনি কি জর্দা খান ?
আবুলঃ জ্বি না।
আমি "আবুল
খাঁন "!!!!
দোকানদার বেহুশ
৩.তিন চোর গ্রামের
একটা বাড়িতে গিয়েছিল
গরু চুরি করতে।
তো বাড়ির মালিক
টের পায়
এবং বেশি সাহস
দেখাইতে গিয়ে একা একা গেল
চোর
ধরতে।
তো চোর
তিনটা বুদ্ধি করল
বেটারে একটা অভিনব
শাস্তি দিবে।
তো চোর তিনটা মালিককে ধরে গরুর
সাথে উলঙ্গ
করে দড়ি দিয়ে বেধেরেখে চলে গেল।
পরের দিন
সকালে বাড়ির
লোকজন তার বাধন
খুলে দিল,
তো সে সাথে সাথে একটা লাঠি খুজতে লাগল
জামা কাপড়
না খুজেই। -
..
..
..
..
..
..
..
..
..
..
একটা লাঠি পেয়ে সাথে সাথে গরুর
বাছুরটিকে পেটাতে শুরু করল আর
বলতে লাগল
"কাল
সারারাত বললাম
আমি তোর মা না, মা না,
তারপরেও
সে সারারাত
দুধমনে কইরা আমার
টা চুষতেছিল
কেন ???
কারো পুর্বে জানা থাকলে দুঃখিত ।
বিষয়: সাহিত্য
১৫৬৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিনজন অফিসার তখনো রয়ে গেছেন।
ক্যাপ্টেন তাঁদের বললেন, দেখুন,
ক্যাপ্টেনকেই যে সবসময় জাহাজের
সঙ্গে ডুবতে হয় এমন কোন কথা নেই। আমাদের
আর মাত্র একটাই লাইফবোট
তাতে কোনোমতে তিনজন আঁটে।
আমি প্রত্যেককে একটা করে প্রশ্ন করব,
যিনি পারবেন
না তাঁকে জাহাজে রয়ে যেতে হবে।
#প্রথম জনকে ক্যাপ্টেনের প্রশ্ন, কোন জাহাজ
বরফের সঙ্গে ধাক্কা লেগে ডুবেছিল?
- টাইটানিক, স্যার।
#দ্বিতীয় জনকে প্রশ্ন, কত জন
যাত্রী মারা গিয়েছিল?
- এক হাজার পাঁচ শ’ সতের জন, স্যার।
#তৃতীয় অফিসারের দিকে ফিরে ক্যাপ্টেন
বললেন, তাঁদের নাম কী কী ছিল?
মন্তব্য করতে লগইন করুন