কামারুজ্জামান বিমর্ষ বলে যারা গুজব ছড়াচ্ছেন তারা কি বলবেন এখন??

লিখেছেন লিখেছেন আবু সাঈদ ০৭ নভেম্বর, ২০১৪, ০৬:১৪:৩০ সন্ধ্যা

কামারুজ্জামান বিমর্ষ বলে যারা গুজব ছড়াচ্ছেন তারা কি বলবেন এখন??

দেখুন উনার সন্তানের সাক্ষাৎ পরবর্তী উক্তি কামারুজ্জামান

সাহেবের

ছেলে হাসান

ইকবাল পিতার সাথে সাক্ষাৎ

শেষে বলেছেন,

"আমি আমার বাবার মতো এরকম

শক্ত মানুষ আর

দেখিনি। এতো জুলুমের পরও

মানুষটা এতো শক্ত

কীভাবে আছে জানি না।

তিনি এতোটুকুও বিচলিত নন,

উপরন্তু

তিনি আমাদেরকে ধৈর্য্য ধারণ

করতে বলেছেন।

আরো বলেছেন তিনি সুস্পষ্ট

জুলুমের শিকার,

আমরা যেন ওনার

আদর্শে নিজেদের জীবন

পরিচালনা করি সে ব্যাপারে জোর

দিয়ে বলেছেন। ওনাকে ফাঁসীর

নামে হত্যা করা হলেও

সারা জীবন ওনার

আদর্শ

এই জমিনে বেঁচে থাকবে এই

কথাই আমার

বাবা বলেছেন।"

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282050
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
সাদামেঘ লিখেছেন : সুন্দর অনুভুতির প্রকাশ করেছেন! সবাই এমনটি পারেনা!
282058
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
লোকমান বিন ইউসুপ লিখেছেন : কামারুজ্জমান ইসলামী ছাত্রআন্দোলনের কলিজা।
282062
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
আবু সাঈদ লিখেছেন :
282064
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
পুস্পিতা লিখেছেন : কামারুজ্জামানরাই হাজার-লক্ষ তরুণকে শিখিয়েছেন শাহাদাতের মৃত্যুর চেয়ে সম্মানের মৃত্যু আর নেই। এটি সুখের বিষয়। তাই বিমর্ষ হওয়ার প্রশ্নই এখানে নেই।
০৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৫
225585
আবু সাঈদ লিখেছেন : Happy>-
282069
০৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৬
আবু সাঈদ লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File