কেবল পাশের হার বাড়লেই শিক্ষার মান বাড়বে না!
লিখেছেন লিখেছেন ব্লু শার্ক ১৩ আগস্ট, ২০১৪, ০২:৪৫:৩৩ দুপুর
কয়েক ঘন্টা আগেই প্রকাশিত হলো এই্চ.এস.সি পরীক্ষার ফলাফল।পাশের হার সন্তোষজনক শিক্ষামন্ত্রী আর প্রধান্মন্ত্রী।পাশের হার সারা বাংলাদেশে মাত্র ৭৮%। আর জিপিএ ৫ পেয়েছে মাত্র ৭০ হাজার ৬০২ জন।যা অতি নগণ্য।যশোরে পাশের হার মাত্র ৬০%।
পরীক্ষার আগে যেভাবে প্রশ্ন বিলি চলছিল সে হিসেবে আমি ভেবেছিলাম পাশের হার ৯৫% এর উপরে যাবে।আর জিপিএ ৫ পাবে হয়তো ১ লক্ষ্য ১০ হাজার এর কাছে।
৫০০ টাকার বিনিময়ে প্রশ্ন বিলি করা স্বতেও পাশের হার অতি সামান্য।
পাশের হার বাড়লেই শিক্ষার মান বাড়বে না।গত বারের তুলনায় পাশের হার বাড়লেও শিক্ষার মান কতটুকু বেড়েছে??
প্রশ্ন পেয়ে পরীক্ষা দেওয়ার মানে কি?
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন